TRENDING:

মেসির পথেই গেল রোনাল্ডোর পর্তুগাল, বিদায় বিশ্বকাপ

Last Updated:

সুপার স্যাটারডে -তে দুটি ব্লকব্লাস্টার ম্যাচ দুই ‘সুপার’ তারকাকে খালি হাতেই ফেরালো ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উরুগুয়ে (২) (কাভানি) - পর্তুগাল (১) (পেপে)
advertisement

#সোচি : সুপার স্যাটারডে -তে দুটি ব্লকব্লাস্টার ম্যাচ দুই ‘সুপার’ তারকাকে খালি হাতেই ফেরালো ৷ সন্ধ্যাবেলায় ম্যাচ হেরে নিজের বিশ্বকাপ শেষ করেছিলেন মেসি ৷ আর রাতে রোনাল্ডোও-র পরিণতিও ঠিক একই লিখে দিলেন ভাগ্যদেবী ৷ ‘প্যাকআপ!’

রাশিয়ায় উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে হেরে শেষ হয়ে গেল ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিশ্বকাপ অভিযান ৷ গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোল পেয়ে থাকা কাভানি একাই সিআর সেভেনদের মুখের গ্রাস ছিনিয়ে নিলেন ৷ এদিন দু‘টি গোল করেন তিনি ৷ ম্যাচের ৭ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন কাভানি ৷ নেপথ্য কারিগর সুয়ারেজ ৷

advertisement

Photo Courtesy - Reuters

১২ বছরের মাঠের জুটি ফের একবার লুটলেন ৷ এদিন সুয়ারেজের ভাসানো ক্রস পর্তুগালের জালে জড়িয়ে দেন কাভানি ৷ ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে উরুগুয়ে ৷

৫৫ মিনিটে অবশ্য পেপে -র গোলে সমতা ফেরায় পর্তুগাল ৷ টুর্নামেন্টের শুরুতে জাত চেনানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এদিন নিজের ফর্মের ধারেকাছেও ছিলেন না ৷ তাই অনেকবারে গোলমুখ খোলার সুযোগ তৈরি করেও কনভার্ট করতে পারছিলেন না  তিনি ৷ একমাত্র গুরেরিও কিছুটা ভালো খেলছিলেন ৷ তারই সুবাদে সমতা ফেরাতে পারে পর্তুগাল ৷ তার ভাসানো ক্রস জালে জড়িয়ে দেন পেপে ৷

advertisement

তবে দিনটা যে এদিন কাভানি-র ছিল ৷ বেনতানকুরের বল গোলে পাঠাতে কোনও ভুল করেননি উরুগুয়ের স্ট্রাইকার ৷ ২-১ এগিয়ে যায় উরুগুয়ে ৷ এদিকে এদিন দু‘গোল করার ঠিক পরপরই পায়ের পেশিতে টান ধরায় মাঠ ছেড়ে বেরিয়ে যান কাভানি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কোয়ার্টার ফাইনালের টিকিট অবশ্য এরপরেও সিআর সেভেনরা কেড়ে নিতে পারেননি উরুগুয়ের থেকে ৷ অন্যদিকে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে একটি ফ্রিকিক নিয়ে বাগবিতন্ডায় জড়ান সিআর সেভেন ৷ দেখতে হয় হলুদ কার্ডও ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মেসির পথেই গেল রোনাল্ডোর পর্তুগাল, বিদায় বিশ্বকাপ