TRENDING:

শততম ম্যাচে গোল করে উরুগুয়েকে প্রি কোয়ার্টারে তুললেন সুয়ারেজ

Last Updated:

উরুগুয়ে- ১ ( সুয়ারেজ-২৩’), সৌদি আরব- ০

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উরুগুয়ে- ১  ( সুয়ারেজ-২৩’), সৌদি আরব- ০
advertisement

#রস্তোভ: নিজের শততম ম্যাচে গোল করে দলকে জেতাতে সফল উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ৷ মাইলফলকের এই ম্যাচে গোল করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন উরুগুয়ের এই তারকা। আন্তর্জাতিক ফুটবলে সুয়ারেজের এটি ৫২তম গোল। সেইসঙ্গে উরুগুয়ের প্রথম ফুটবলার হিসেবে  তিনটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন তিনি ৷

সুয়ারেজের গোলে ম্যাচ জিতলেও উরুগুয়ের খেলায় এদিন মন ভরেনি ফুটবলপ্রেমীদের ৷ বল দখলের লড়াইয়েও তাদের থেকে এগিয়ে ছিলেন সৌদি আরবের ফুটবলাররা ৷ যদিও গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ এদিন হাতছাড়া করে সৌদি আরব ৷ নাহলে ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারত ৷ রাশিয়ার কাছে পাঁচ গোল খাওয়ার পর এদিন অবশ্য নিজেদের খেলায় অনেকটাই উন্নতি করেছেন সৌদির ফুটবলাররা ৷

advertisement

আরও পড়ুন-ফের ‘রকিং রোনাল্ডো’, মরক্কোকে হারিয়ে শেষ ষোলো কার্যত নিশ্চিত পর্তুগালের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ম্যাচের ২৩ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বল গোলে ঢোকাতে ভুল করেননি সুয়ারেজ ৷ মিশরের পর এদিনের ম্যাচও জেতায় ৬ পয়েন্ট নিয়ে নক আউটে যাওয়া নিশ্চিত করল উরুগুয়ে ৷  রাশিয়ার পর ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে প্রি কোয়ার্টারে উঠলেন সুয়ারেজরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
শততম ম্যাচে গোল করে উরুগুয়েকে প্রি কোয়ার্টারে তুললেন সুয়ারেজ