গ্রুপ পেরিয়ে নকআউট। এর বেশি প্রত্যাশা ছিল না সুইডিশদের। মেক্সিকোকে তিন গোল দেওয়ার পর সুইডিশদের আর পায় কে। ইতালি, নেদারল্যান্ডসকে হারিয়ে মূলপর্বে আসা যে ফ্লুক নয়, তা বুঝিয়ে দিয়েছে সুইডেন। এবার আসল লড়াই। সামনে ইউরোপের আর এক শক্তি সুইৎজারল্যান্ড।
আরও পড়ুন--> কোয়ার্টারে ওঠার লড়াইতে কলম্বিয়ান ‘WAG’-রাও ভরসা ইংল্যান্ডের, জেনে নিন কীভাবে
advertisement
সুইসদের বিপক্ষে সুইডেনের ছক ৪-৪-২। স্ট্রাইকার ফর্সবার্গের ফর্ম স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। মেক্সিকোর বিরুদ্ধে ডু অর ডই ম্যাচে ফুটবলারদের নাছোড় লড়াই সুইডিশদের নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। তবে ৫ ফুটবলারের হলুদ কার্ডর পাশাপাশি চাপে পড়ে গেলে কীভাবে সুইডেন গুটিয়ে যায় তা জার্মানি ম্যাচে স্পষ্ট। সুইসদের বিরুদ্ধে শেষ তিন ম্যাচ অপরাজিত সুইডেন। তবে বিশ্বকাপে টানা ২ ম্যাচ জেতেনি সুইডিশরা।
ইউরোপের দুই শক্তির লড়াই। যারা জিতবে তারা কলম্বিয়া-ইংল্যান্ড বিজয়ীর বিরুদ্ধে খেলবে।