সবচেয়ে অবাক করার মত ব্যাপার ম্যাচের শেষ কুড়ি মিনিট যেভাবে ফোকাস হারিয়ে ফেলেছিল গোটা দলটা, তাতে কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। অনেকে বলবেন কম ম্যাচ খেলার ফলে সেভাবে বোঝাপড়া তৈরি হয়নি। কিন্তু ক্রোয়েশিয়ান কোচের অধীনে ভারত এর আগেও কাতারের সঙ্গে ড্র করা ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। নিন্দুকেরা বলছেন এর থেকে স্টিফেন কনস্ট্যানটাইন কোথায় খারাপ ছিলেন?
advertisement
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সোমবার মালের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। দুই প্রতিবেশি দেশের এই লড়াই শেষ পর্যন্ত ১-১ এ সমতায় শেষ হয়েছে। ভারতের অধিনায়ক সুনিল ছেত্রী আর বাংলাদেশের ইয়াসিন আরাফাত গোল করেন। ফলে আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে ছেত্রীর গোলসংখ্যা দাঁড়াল ৭৬-এ। তিনটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি পেলে ব্রাজিলের জার্সি গায়ে মাত্র ৯২ ম্যাচেই করেছিলেন ৭৭ গোল।
আর মাত্র একটি গোল করলে গোলসংখ্যায় পেলেকে ছুঁয়ে ফেলবেন ভারতের হয়ে ১২১ ম্যাচ খেলা ছেত্রী। আর ২টি গোল করতে পারলে ভারত অধিনায়ক ছাড়িয়ে যাবেন পেলেকেও। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও খুব বেশি এগিয়ে নেই ছেত্রীর চেয়ে। ১৫৩ ম্যাচে ৭৯ গোল করেছেন ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা। কিছুদিন পরই বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছেন মেসি। তাই সংখ্যাটা আরো বাড়বে বলাই যায়।
১৮০ ম্যাচ খেলে ১১১ গোল করে আন্তর্জাতিক ফুটবলে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভারতের পরের ম্যাচ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে। সুনীল ছেত্রী হয়তো সেদিন একটি গোল করে পেলেকে স্পর্শ করবেন। এটাই ভারত অধিনায়ক হিসেবে সুনীলের শেষ সাফ কাপ। তিনি অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চাইবেন।