TRENDING:

ডাচদের কটাক্ষের জবাব দেখা হলে মাঠেই দেব, হুংকার স্পেনের কোকের

Last Updated:

ডাচ প্রাক্তনীর কটাক্ষ ভুলছে না স্পেন। দলের অধিনায়ক এবং সিনিয়র ফুটবলার কোকে রীতিমতো চ্যালেঞ্জ নিয়েছেন। পরিষ্কার জানিয়েছেন ভার্ট কী বলেছেন সেটা মাথায় রেখেছে স্পেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

কিন্তু ডাচ প্রাক্তনীর কটাক্ষ ভুলছে না স্পেন। দলের অধিনায়ক এবং সিনিয়র ফুটবলার কোকে রীতিমতো চ্যালেঞ্জ নিয়েছেন। পরিষ্কার জানিয়েছেন ভার্ট কী বলেছেন সেটা মাথায় রেখেছে স্পেন। যদি কমলা ব্রিগেডের সঙ্গে দেখা হয় তাহলে এর জবাব মাঠেই দেবেন। পাল্টা অপমান করার সুরে স্প্যানিশ তারকা জানিয়েছেন স্পেনের ড্রেসিংরুমে একটা ছবি সব সময় টাঙানো থাকে। ২০১০ বিশ্বকাপের ফাইনালে ইনিয়েস্তা নেদারল্যান্ডসের জালে বল পাঠাচ্ছেন। তাঁকে আটকানোর ব্যর্থ চেষ্টা করছেন ভার্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রান্নার প্যাশনকে কাজে লাগিয়ে বের করলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া, করছেন অঢেল লাভ
আরও দেখুন

আপাতত শেষ ১৬ য় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে হবে স্পেনকে। সেদিকেই ফোকাস করছে লুইস এনরিকের ছেলেরা।   ম্যাচ শেষে স্প্যানিশ ম্যানেজার লুইস এনরিকে বলে গেলেন এই জয় আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু এখনও কয়েকটা জায়গায় উন্নতি প্রয়োজন। তিনি খুশি চাপের মুখে যেভাবে ছেলেরা মাঠে জবাব দিয়েছে। তাকে খুশি করেছে দলের একাধিক তরুণ ফুটবলারের দুরন্ত পারফরম্যান্স। বিশেষ করে ১৮ বছরের পেড্রী যেভাবে খেললেন তাতে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে মনে করেন স্প্যানিশ ম্যানেজার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম জয় এবং পূর্ণ তিন পয়েন্ট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ডাচদের কটাক্ষের জবাব দেখা হলে মাঠেই দেব, হুংকার স্পেনের কোকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল