#কালিনিগার্ড : পেনল্টি থেকে শেষ মুহূর্তের সমতা ফিরিয়ে গ্রুপ বি থেকে এক নম্বর দল হয়ে প্রি-কোয়ার্টারের টিকিট পেল স্পেন ৷ নক আউটে তার প্রতিপক্ষ রাশিয়া ৷
সোমবার রাতের ম্যাচে ১৪ মিনিটেই এগিয়ে যায় মরোক্কো ৷ এই বিশ্বকাপের প্রাথমিক পর্বেই বিদায় নিশ্চিত করেই এদিন খেলতে নেমেছিল তারা ৷ কিন্তু ২০১০ -র বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথমে গোল করে এগিয়ে গিয়ে চমক দেয় তারা ৷ ১৯৯৮-র পর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে গোল করল মরোক্কো ৷
advertisement
আরও পড়ুন - মেসি -র পর এবার রোনাল্ডোর পেনাল্টিও মিস, ড্র করে ১৬-র টিকিট পর্তুগালের
এই লিড অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ ১৯ মিনিটে দলকে সমতায় ফেরান ইসকো ৷ গোল করান ইনিয়েস্তা ৷ ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা ৷ ৮১ মিনিটে নেইসরি গোল করে ফের মরোক্কোকে এগিয়ে দেন ৷ স্পেনেরও যেহেতু শেষ ষোলর টিকিট নিশ্চিত ছিল না , তাই দারুণ চাপে পড়ে যান তারা ৷ কিন্তু ৯১ মিনিটে VAR -র সৌজন্যে পেনাল্টি পায় তারা ৷ গোল করে দলকে সমতায় ফেরান আসপাস ৷