TRENDING:

East Bengal Target : কোন ফুটবলারদের টার্গেট করছে ইস্টবেঙ্গল? জানুন

Last Updated:

SC East Bengal targets Adil Khan and Ishan Pandita. ভারতীয় ফুটবলারদের মধ্যে আদিল খান, ঈশান পন্ডিতা, হিতেশ শর্মাকে দলে নিতে চায় লাল হলুদ। আদিল খান হয়তো আসতে পারেন। ঈশান ফ্রি ফুটবলার হলেও তিনি কলকাতায় খেলার চাপ নেবেন কিনা প্রশ্ন আছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আইএসএল শুরু নভেম্বরে। জানুয়ারি ট্রানস্ফার উইন্ডো কাজে লাগিয়ে তাঁকে লোন ডিলে ফেরাতে চান লাল হলুদ রিক্রুট্ররা। স্বয়ং কোচ রবি ফাওলার এই ব্যাপারটা দেখবেন। জার্মান ফুটবলার স্টেইনম্যান এবং ইংলিশ পিলকিংটনও লাল-হলুদ ছেড়ে দিয়েছেন। এঁদের জায়গায় ইংল্যান্ড এবং স্কটল্যান্ড থেকেই নতুন ফুটবলার আনার সম্ভাবনা। তবে ভারতীয় ফুটবলারদের মধ্যে আদিল খান, ঈশান পন্ডিতা, হিতেশ শর্মাকে দলে নিতে চায় লাল হলুদ।

advertisement

আদিল খান হয়তো আসতে পারেন। ঈশান ফ্রি ফুটবলার হলেও তিনি কলকাতায় খেলার চাপ নেবেন কিনা প্রশ্ন আছে। পাশাপাশি হীতেশ হায়দরাবাদ এফসির হয়ে এখনও চুক্তিবদ্ধ। তাঁকে পেতে গেলে বিরাট পরিমাণ ট্রান্সফার ফি, নয়তো লোন ডিল করতে হবে। কিন্তু এছাড়া উপায় নেই। ভাল মানের ভারতীয় ফুটবলার খুঁজে পাওয়া এই মুহূর্তে কষ্টকর।

তবে শোনা যাচ্ছে মহম্মদ রফিক, বিকাশ জাইরু, বিনিথ, বলবন্তদের মত ফুটবলাররা ফিরতে পারেন। জেজেও আসতে পারেন। গতবছর ড্যানি ফক্স লাল হলুদ ডিফেন্স সামলেছিলেন। কিন্তু ফিটনেস সমস্যায় ভুগতে হয়েছিল প্রচন্ড। এবার তাই নতুন বিদেশি ডিফেন্ডার আসার সম্ভাবনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

কিছু মহল মনে করছে ভারতীয় বংশোদ্ভূত ইরানি উমেইদ সিং আসতে পারেন। লাল হলুদ ক্লাবের ভাগ্য নির্ভর করছে বিদেশীদের হাতে। কারণ যথেষ্ট দক্ষ ভারতীয় ফুটবলার এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পক্ষে পাওয়া সম্ভব নয়, সেটা দিনের আলোর মত পরিষ্কার।কিন্তু ক্লাব কর্মকর্তারা মুখে যতই বলুন, দল গড়ার ব্যাপারে নিজেদের ম্যানেজমেন্ট ছাড়া অন্য কারও ওপর ভরসা করতে রাজি নয় শ্রী সিমেন্ট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal Target : কোন ফুটবলারদের টার্গেট করছে ইস্টবেঙ্গল? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল