জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ এবং ২১ দলের হয়ে নিয়মিত খেলেছেন। সিনিয়র দলে ছয়টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। প্রায় ছয় ফুট তিন ইঞ্চির এই ফুটবলার এরিয়াল বলে বেশ শক্তিশালী। ফুটবল জীবনের পুরোটাই কাটিয়েছেন স্লোভেনিয়ায়। ইন্টারব্লক, মারিবোর, ভেরসেজ দলের হয়ে খেলেছেন। স্লোভেনিয়ার লিগ তিনবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও, স্লোভেনিয়ার কাপ এবং সুপার কাপ দুটোই জেতার নজির আছে।
advertisement
এস সি ইস্টবেঙ্গলে সই করার পর তিনি জানিয়েছেন ভারতে আসার চ্যালেঞ্জ নিতে পেরে তিনি খুশি। ইস্টবেঙ্গল কোচ এবং টেকনিকাল স্টাফদের মিলিত প্রচেষ্টায় দলকে সাফল্য এনে দেবেন আত্মবিশ্বাসী আমির। পাশাপাশি ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল ক্লাবের জনসমর্থন এবং কলকাতা ডার্বির কথা তিনি জানেন। তবে ডার্বি ম্যাচ খেলার অভিজ্ঞতা স্লোভেনিয়ায় রয়েছে তাঁর। ফলে চাপ নিতে অসুবিধে নেই।
মূলত মাঝমাঠে খেললেও এবং ফরওয়ার্ডদের পাস বাড়ালেও, কোচ তাঁকে যে ভূমিকায় ব্যবহার করবেন, তাতেই তৈরি আছেন তিনি। তার প্রাথমিক লক্ষ্য একটি করে ম্যাচ ধরে এগিয়ে যাওয়া। স্লোভেনিয়া হোক বা ভারত, ফুটবলের ভাষা সব দেশেই মোটামুটি এক। তাই মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না তার। জানেন যে ক্লাবে তিনি সই করেছেন, সেই ক্লাবে সফল হওয়া সহজ নয়। অনেক বিদেশি নামীদামী প্রোফাইল নিয়ে ব্যর্থ হয়ে ফিরেছেন। কিন্তু আমির ভারতীয় ফুটবলে সফল হওয়ার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী।
দর্শকদের প্রত্যাশা রাখার ব্যাপারে নিজের সেরাটা উজাড় করে দেবেন কথা দিয়েছেন। শোনা যাচ্ছে এরপর একজন ক্রোয়েশিয়ান এবং এক অস্ট্রেলিয়ান ফুটবলারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। রবি ফাওলার শেষ মুহূর্তে সরে গেলেও, নতুন কোচ অভিজ্ঞতায় সমৃদ্ধ। রিয়েল মাদ্রিদ ক্যাস্টিলা দলের দায়িত্ব সামলে এসেছেন। এর আগে লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো গার্সিয়ার থেকেও ইনপুট পেয়েছেন তিনি। কতটা সফল হবেন সেটা সময় বলবে।