এর আগে স্লোভানিয়ার মিডফিল্ডার আমির ডারসেভিচ, অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা, ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাক ফ্রাঞ্জো পার্সে এবং নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকোউকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল৷ সিডোয়েলকে সই করিয়ে নিজের দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করে নিলেন ডিয়াজ৷
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে শুরু হতে চলেছে 'নতুন চিমার ' যুগ
advertisement
গত বছর আইএসএল (ISL) লাল হলুদ জার্সি পরা পিলকিংটন, মাঘোমা, ফক্সদের বয়স ছিল তুলনামূলক ভাবে বেশি৷ সেই তুলনায় এ বার ইস্টবেঙ্গলে সই করা বিদেশিদের বয়স অনেকাটই কম৷ দলের দেশীয় খেলোয়াড়রদের মধ্যেও প্রচুর নবীন মুখ৷ ফলে তারুণ্যের উপরে ভর করেই এ বারের আইএসএলে (ISL 2021-22) কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে এসসি ইস্টবেঙ্গল৷
আয়াক্সের ইয়ুথ সিস্টেম থেকে উঠে এসেছেন সিডোয়েল৷ ২০১৭-১৮ মরশুমেও আয়াক্সের রিজার্ভ দলের হয়ে খেলেছেন সিডোয়েল৷ স্পেনের দ্বিতীয় ডিভিশন ক্লাব করডোবি সিএফ-এর থেকে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন সিডোয়েল৷ গত মরশুমে করডোবি থেকে লোনে হারকিউলিসে যোগ দিয়েছিলেন তিনি৷
নতুন দলে সই করে ডাচ ফুটবলার সিডল বলেছেন, 'ইউরোপের বেশ কয়েকটি দেশে খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি৷ এসসি ইস্টবেঙ্গল আমার কাছে নতুন সুযোগ নিয়ে হাজির হয়েছি৷ আশা করি, আইএসএল-এ খেলে আমি নিজেকে আরও উন্নত করতে পারব৷' ইস্টবেঙ্গলের নতুন বিদেশি আরও বলেছেন, 'আমি ম্যানুয়েলের অধীনে অতীতেও খেলেছি এবং ওঁর সঙ্গে ফের সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি৷ আমাদের মধ্যে ভাল বোঝাপড়াও রয়েছে৷ আশা করি এটা আমায় সাহায্য করবে৷'
চেনা ছাত্রকে নতুন দলে পেয়ে খুশি এসসি ইস্টবেঙ্গলের কোচ ডিয়াজও৷ তিনি বলেছেন, 'সিডোয়েলকে নিয়ে ফের পরিকল্পনা তৈরির সুযোগ পেয়ে আমি খুশি৷ ওর বয়স কম এবং খুবই পরিশ্রমী৷ সিডোয়েল গোটা মাঠ জুড়ে খেলতে পারে এবং একজন ইউটিলিটি ফুটবলার৷ আমার সঙ্গে সিডোয়েলের কথা হয়েছে এবং ও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে৷'