TRENDING:

আজ যুবভারতীতে ব্রাজিল-ইংল্যান্ড মহারণ, মাঠে বিশৃঙ্খলা এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?

Last Updated:

আজ যুবভারতীতে ব্রাজিল-ইংল্যান্ড মেগা সেমিফাইনাল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ যুবভারতীতে ব্রাজিল-ইংল্যান্ড মেগা সেমিফাইনাল ৷ ফাইনালের আগে এই হাইভোল্টেজ ম্যাচ আচমকাই ফিফার কাছ থেকে উপহার পেয়ে গিয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা ৷ সৌজন্যে অবশ্যই তাঁদের প্রিয় দল ব্রাজিল ৷ গুয়াহাটি পৌঁছে মাঠের কন্ডিশন দেখে প্রথম আপত্তি তোলেন ব্রাজিল কোচ এবং টিম ম্যানেজমেন্টই ৷ শেষপর্যন্ত তাঁদের অনুরোধ মেনেও নেয় ফিফা ৷ ম্যাচ রাতারাতি সরিয়ে কলকাতায় নিয়ে আসা হয় ৷
advertisement

তবে এই ম্যাচের টিকিট কীভাবে পাওয়া যাবে , তা নিয়ে গত দু’দিন ধরেই উত্তাল হয়ে উঠেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা ৷ অনলাইনে প্রায় ৫ লক্ষ মানুষ সোমবার রাত সাড়ে আটটা থেকে টিকিট কাটার জন্য চেষ্টা করলেও সেমিফাইনালের টিকিট জুটেছে মাত্র ৩৫ হাজার জনের ৷ অনেক চেষ্টা করেও টিকিট না পেয়ে কার্যত হতাশ ফুটবলপ্রেমীরা ৷

advertisement

আজ সেমিফাইনালে ব্রাজিল-ইংল্যান্ড মেগা ম্যাচ অফলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত থেকে সরল ফিফা ৷ ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচে শুধুমাত্র অনলাইন টিকিট সকালে মিলনমেলা থেকে পাওয়া যাবে ৷এছাড়া পাঁচ হাজার অফলাইন টিকিট তুলেছে ইস্টবেঙ্গল এবং তিন হাজার অফলাইন টিকিট তুলেছে মোহনবাগান ৷ আজ নিরাপত্তার ঘেরাটোপে যুবভারতী প্রত্যেক ব্লকে থাকবে দুটি করে বডিক্যাম ৷ বিশৃঙ্খলা ঠেকাতে যুবভারতীতে ৪০০ সিসিটিভিও বসানো হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মিলন মেলায় টিকিটের খোঁজে ফুটবলু্রেমীরা ৷ কিন্তু অধিকাংশই টিকিট না পেয়ে হতাশ ৷

বাংলা খবর/ খবর/খেলা/
আজ যুবভারতীতে ব্রাজিল-ইংল্যান্ড মহারণ, মাঠে বিশৃঙ্খলা এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?