TRENDING:

ISL-4 এর চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি কোচি

Last Updated:

‘Swag সে করেঙ্গা সবকা সোয়াগাত’। এই গানেই উঠছে পর্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচি:  ‘Swag সে করেঙ্গা সবকা সোয়াগাত’। এই গানেই উঠছে পর্দা। শুক্র সন্ধ্যায় চারের আইএসএলের গালা উদ্বোধনের জন্য তৈরি কোচি। ধামাকা শুরু সলমন-ক্যাটরিনার কম্বো পারফরম্যান্সে। মুক্তির আগেই জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘টাইগার জিন্দা হ্যায়’-র ঝলক। সোয়া সাতটায় উদ্বোধনে হাজির থাকবেন চেয়ারপার্সন নীতা অম্বানি-সহ বাকি দলের মালিকরা।
advertisement

তিন বারের মধ্যে দু’বারের চ্যাম্পিয়ন। ‘আমরা করব জয়’। এই স্লোগান নিয়ে শুক্রবার চারের আইএসএল শুরু করছে চ্যাম্পিয়ন এটিকে। কোচির মাঠে প্রতিপক্ষ গতবারের রানার্স কেরল। সচিন-সৌরভের লড়াইয়ে খানিক পিছিয়ে কলকাতা। রবি কিন নেই। চোটের তালিকায় কার্ল বেকার, আশুতোষ মেহতা, জয়েশ রানেরা। তাতেও লিংডো, রবিনদের নিয়ে অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চান শেরিংহ্যাম। ডিফেন্সের পাশাপাশি তৈরি করেছেন স্ট্রাইকারদেরও। তাতে চিন্তা একটাই, দিমিত্রি বার্বেতোভ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ISL-4 এর চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি কোচি