TRENDING:

আইএসএলের উদ্বোধনী মঞ্চে এবার ঝড় তুলবেন সলমন-ক্যাটরিনা !

Last Updated:

‘কিক ফর কোচি’র প্রচারে নেমে পড়লেন সলমান-ক্যাটরিনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচি: পর্দা ওঠার অনেক আগেই পর্দা উঠে গেল। ‘কিক ফর কোচি’র প্রচারে নেমে পড়লেন সলমান-ক্যাটরিনা। ১৭ নভেম্বর নেহরু স্টেডিয়ামে চারের আইএসএলের গালা উদ্বোধন। সেই উদ্বোধনেই ঝড় তুলবেন ‘টাইগার’ ও ‘আফগান জলেবি’। প্রচারেই প্রতিশ্রুতি, এবার আরও ঝকঝকে হবে ওপেনিং।
advertisement

 অর্জুনের ‘অরেঞ্জ ব্লিড’

অরেঞ্জ ব্লিড। চারের আইএসএলে পুণের ক্যাচলাইন। হৃতিক রোশনের ছায়ায় গত তিন বছরে শুধুই ব্যর্থতা। অর্জুন ভাগ্যে কী এবার চাকা ঘুরবে ? বলিউডের এই কাপুর এবার পুণে সিটি এফসির নতুন সহকারি মালিক। জার্সি উদ্বোধনের পরেই মিশে গেলেন বলজিৎ, আদিল খানদের সঙ্গে। ভুলে যেতে বললেন, শেষ তিন বছরের গ্রাফ। পরামর্শ নতুন করে শুরু করার।

advertisement

ব্রাজিলের রঙে কেরল

ঠিক যেন ভারতের ব্রাজিল। নতুন জার্সিতে ঝকঝকে কেরল। ব্যবধান মাত্র কয়েক মাসের। সেই মাঠ, সেই প্রতিপক্ষ ঘুরে ফিরে আরও একটা আইএসএল। সৌরভের ভাঁড়ার থেকে হিউমকে ছিনিয়ে নিয়েছে সচিনের দল। সন্দীপ-শুভাশিসরা তৈরি প্রথম দিনেই গত ফাইনালের বদলা নিতে।

 নতুন চুলে অবিনাশ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরে এটা কে ? মাঠে বল পড়ার আগেই চমক শুরু চারের আইএসএলে। ফ্যাশনে বাকিদের থেকে এগিয়ে গেলেন বজবজের অবিনাশ। ছোট্টো রুয়ানের সঙ্গে নীল চুলে খেলায় মাতলেন রুইদাস। মুম্বই ফুটবলারের এই ভিডিও এখন ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইএসএলের উদ্বোধনী মঞ্চে এবার ঝড় তুলবেন সলমন-ক্যাটরিনা !