আগেই জানিয়েছিলেন প্রথমে ভারতে আসতে কিছুটা সংশয় থাকলেও ক্লাব কর্তৃপক্ষ তার এবং তার পরিবারের সবরকম দায়িত্ব নিশ্চিত করার পর এবং সমর্থকদের ভালোবাসার কথা মনে রেখে ভারতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ফিজির গোলমেশিন। তবে গতবার জোড়া ডার্বিতে গোল, বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল করেও দলকে জেতাতে পারেননি ফাইনাল। মুম্বই দলের করা শেষ মুহূর্তের গোলে স্বপ্ন শেষ হয়েছিল সবুজ মেরুন বাহিনীর। ভুলে যাননি কৃষ্ণ। তবে আইএসএল দেরি আছে। প্রাথমিক লক্ষ্য মালদ্বীপে হতে চলা এ এফসি কাপে ভাল পারফর্ম করা। সবুজ মেরুন
advertisement
মালদ্বীপে যাচ্ছে ১৪ আগস্ট। আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপে খেলা জনি কাউকো, ফরাসি হুগো বুমু। অনুশীলনে স্প্যানিশ কোচ বিভিন্ন রকম কম্বিনেশন অনুশীলন করালেন। ডিফেন্স বনাম আক্রমণ, আলাদা জোর মিডফিল্ড অঞ্চলে। এফসি কাপে ভাল পারফর্ম করতে পারলে এশিয়া পর্যায়ে ক্লাবের পরিচিতি বাড়বে। তাই দলের কর্মকর্তা থেকে শুরু করে মালিকপক্ষ গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন সকলেই। কৃষ্ণ জানিয়েছেন বক্সের ভেতর যেভাবে অতীতে গোল করেছেন, এবারও দলের প্রয়োজনে গোল করা এবং করানোর দায়িত্ব তিনি নেবেন।