TRENDING:

মেসি -র পর এবার রোনাল্ডোর পেনাল্টিও মিস, ড্র করে ১৬-র টিকিট পর্তুগালের

Last Updated:

মেসি -র পর এবার রোনাল্ডোর পেনাল্টিও মিস, ড্র করে ১৬-র টিকিট পর্তুগালের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পর্তুগাল (১) (কুয়েরশমা ) - ইরান (১) (আনসারিফ্রাদ)
advertisement

#মরডভিয়া অ্যারেনা : নাটকে ভরা ম্যাচে একাধিক VAR নির্ধারিত সিদ্ধান্তে প্রভাবিত পর্তুগাল বনাম ইরান ম্যাচ ৷ ১-১ গোলে ম্যাচ ড্র করে পর্তুগাল শেষ ১৬-র টিকিট পেলেও ম্যাচে তারা রীতিমতো চাপে পড়ে গিয়েছিল একটা সময় ৷

গ্রুপ বি-তে যেহেতু তিনটি দলই শেষ ষোলর টিকিটের জন্য লড়ছিল , তাই সেটা বেশ জোরালো হল শেষ ম্যাচে ৷ ৪৫ মিনিটে দুর্দান্ত স্টানারে ইরানের জালে বল জড়িয়ে দেন পর্তুগালের রিকার্ডো কুয়ারেশমা ৷ ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে তারা ৷

advertisement

তবে নাটক তখনও শুরু হয়নি ৷ ৫৩ মিনিটে  VAR-র হস্তক্ষেপে পেনাল্টি পায় পর্তুগাল ৷ তবে এই পেনাল্টি কনভার্ট করতে ব্যর্থ সিআর সেভেন ৷ এদিন তিনি নিরাশ করলেন ফ্যানদের ৷

তবে এদিন লালকার্ডও দেখতে পারতেন মিসড পেনাল্টি-র মালিক রোনাল্ডো ৷ ইরানি ডিফেন্ডার মোর্তাজাকে মুখে আঘাত করার জন্য ৷ কিন্তু সেখানে আবার তিনি  VAR-র হস্তক্ষেপে ছাড় পেয়ে যান ৷ কিন্তু সেড্রিক সোরেসের হ্যান্ডবলের খেসারত দিতে হয় পর্তুগালকে ৷ পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ইরানের আনসারিফ্রাদ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তবে কষ্টার্জিত ড্র থেকেই পর্তুগাল ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলর টিকিট পেয়ে গেল ৷ প্রি-কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ গ্রুপ থেকে ১ নম্বর হয়ে ওঠা দল উরুগুয়ে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
মেসি -র পর এবার রোনাল্ডোর পেনাল্টিও মিস, ড্র করে ১৬-র টিকিট পর্তুগালের