TRENDING:

চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট রাত, বায়ার্ন বনাম রিয়াল লড়াই ঘিরে তাতছে ফুটবল বিশ্ব

Last Updated:

গত মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হয়েছিল জার্মান জায়ন্ট বায়ার্ন মিউনিখ ও স্প্যানিশ হেভিওয়েট রিয়াল মাদ্রিদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মিউনিখ: গত মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হয়েছিল জার্মান জায়ন্ট বায়ার্ন মিউনিখ ও স্প্যানিশ হেভিওয়েট রিয়াল মাদ্রিদ ৷ গতবারের সেই যুযুধান দু‘পক্ষ ফের একবার মুখোমুখি ৷ তবে এবারের লড়াইটা আরও একধাপ এগিয়ে গেছে ৷ এবার তারা মুখোমুখি শেষ চারের লড়াইতে ৷
advertisement

গতবার বায়ার্নের বিরুদ্ধে মিউনিখের লড়াইতে রিয়াল মাদ্রিদ জিতেছিল বায়ার্নের রবার্ট লেওয়ানডস্কি ৯ ম্যাচ খেলেছেন ২-১ গোলে ৷ আর দু লেগ মিলিয়ে ফলাফল দাঁড়িয়েছিল ৬-৩ ৷ ম্যাচের ফলাফল সেই নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের ওপর নির্ভর করে নিঃসন্দেহে ৷ তবে এবারের অ্যালায়েঞ্জ অ্যারেনায় নামার আগে একবার হলেও এই পরিসংখ্যান তাতাচ্ছে জিদানের ছেলেদের ৷

advertisement

Photo Courtesy: Bayern Munich /Twittter Handle

জুপ হেইঙ্কস ২০১৩ সালে বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন ৷ এবারও তাঁর সেই মাস্টারমাইন্ড রিয়াল মাদ্রিদকে আটকাতে পারবে এমনটা মনে করছে বায়ার্ন ফ্যানরা ৷

এদিকে ঘরের মাঠে নামার আগে বেশ চোট সমস্যায় জর্জরিত বায়ার্ন ম্যানেজমেন্ট ৷ চোটের জন্য নেই আর্তুরো ভিদাল ৷ গোলদুর্গের নিচে দায়িত্ব সামলাতে পারবেন না দলের একনম্বর গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়র ৷ অন্যদিকে রিয়ালে চোটের সমস্যা খালি নাচোর  চোট ৷

advertisement

টানা দু‘বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদের সামনে এবার হ্যাটট্রিকের হাতছানি ৷ তাই বায়ার্ন কাঁটা উপড়ে ফেলতে বদ্ধপরিকর তাঁরাও ৷ চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের ফর্মে রয়েছেন রোনাল্ডো ৷ ধারাবাহিক ভাবে গোলও পাচ্ছেন তাই মেগা ম্যাচে রিয়ালের কি ফ্যাক্টর হয়ে উঠতে চলেছেন তিনিই ৷ অন্যদিকে বায়ার্নের তুরুপের তাস হয়ে উঠতে পারেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বুধবার রাত ১২ টা ১৫ তে ফের ভারতের ফুটবলপ্রেমী জনতা চোখ সেঁটে নেবেন টিভি পর্দার সঙ্গে, ইউরোপ সেরার এই লড়াইতে কে কাকে কিক আউট করতে পারে তা দেখার জন্য ৷

বাংলা খবর/ খবর/খেলা/
চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট রাত, বায়ার্ন বনাম রিয়াল লড়াই ঘিরে তাতছে ফুটবল বিশ্ব