গতবার বায়ার্নের বিরুদ্ধে মিউনিখের লড়াইতে রিয়াল মাদ্রিদ জিতেছিল বায়ার্নের রবার্ট লেওয়ানডস্কি ৯ ম্যাচ খেলেছেন ২-১ গোলে ৷ আর দু লেগ মিলিয়ে ফলাফল দাঁড়িয়েছিল ৬-৩ ৷ ম্যাচের ফলাফল সেই নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের ওপর নির্ভর করে নিঃসন্দেহে ৷ তবে এবারের অ্যালায়েঞ্জ অ্যারেনায় নামার আগে একবার হলেও এই পরিসংখ্যান তাতাচ্ছে জিদানের ছেলেদের ৷
advertisement
জুপ হেইঙ্কস ২০১৩ সালে বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন ৷ এবারও তাঁর সেই মাস্টারমাইন্ড রিয়াল মাদ্রিদকে আটকাতে পারবে এমনটা মনে করছে বায়ার্ন ফ্যানরা ৷
এদিকে ঘরের মাঠে নামার আগে বেশ চোট সমস্যায় জর্জরিত বায়ার্ন ম্যানেজমেন্ট ৷ চোটের জন্য নেই আর্তুরো ভিদাল ৷ গোলদুর্গের নিচে দায়িত্ব সামলাতে পারবেন না দলের একনম্বর গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়র ৷ অন্যদিকে রিয়ালে চোটের সমস্যা খালি নাচোর চোট ৷
টানা দু‘বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদের সামনে এবার হ্যাটট্রিকের হাতছানি ৷ তাই বায়ার্ন কাঁটা উপড়ে ফেলতে বদ্ধপরিকর তাঁরাও ৷ চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের ফর্মে রয়েছেন রোনাল্ডো ৷ ধারাবাহিক ভাবে গোলও পাচ্ছেন তাই মেগা ম্যাচে রিয়ালের কি ফ্যাক্টর হয়ে উঠতে চলেছেন তিনিই ৷ অন্যদিকে বায়ার্নের তুরুপের তাস হয়ে উঠতে পারেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি ৷
বুধবার রাত ১২ টা ১৫ তে ফের ভারতের ফুটবলপ্রেমী জনতা চোখ সেঁটে নেবেন টিভি পর্দার সঙ্গে, ইউরোপ সেরার এই লড়াইতে কে কাকে কিক আউট করতে পারে তা দেখার জন্য ৷