মেসি বিদায়ের সঙ্গে সঙ্গে স্বপ্নের তিকিতাকাও যেন উধাও বার্সেলোনায়। ৯০ মিনিট ধরে বিরক্তিকর, জঘন্য ফুটবল। পরিণতি ক্যাডিজের মত মধ্যমেধার দলের বিরুদ্ধেও পয়েন্ট নষ্ট বার্সার। লা লিগার (Spanish La Liga) খেতাব দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে ২৬ বারের চ্যাম্পিয়নরা।
ক্যাডিজের বিরুদ্ধে ৬৫ মিনিটে লাল কার্ড দেখে ডি জং বেরিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ ২৫ মিনিট দশ জনে খেলতে হয় বার্সাকে। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে লাল কার্ড দেখে ডাগ-আউট ছাড়তে হয় কোচ রোনাল্ড কোম্যানকে। বার্সার দশজন হয়ে যাওয়ার সুবিধা নিতে আক্রমণ বাড়ায় ক্যাডিজ। বার্সা গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন স্যাঞ্চেজ।
advertisement
লিওনেল মেসি পরবর্তী জমানায় বার্সেলোনা মানে যেন শুধুই বিরক্তিকর ফুটবল। প্রথম ৪৫ মিনিট তো শুধুই এলোমেলো ফুটবল। দ্বিতীয়ার্ধে ক্যাডিজের নেগ্রেদোর শট ক্ষিপ্রতার সঙ্গে সেভ না করলে ম্যাচ হারতেও পারত লা লিগায় ২৬ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচের শেষ মুহূর্তে পিকের বাড়ানো পাস থেকে দিনের সহজতম সুযোগ নষ্ট করেন মেম্ফিস ডিপে।
পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে বার্সেলোনা। টেবল শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট পিছনে মেসির প্রাক্তন ক্লাব।
ম্যাচ শেষে ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পিকে। বার্সার বর্ষীয়ান ডিফেন্ডার বলেন,"এক সপ্তাহে তিনটে ম্যাচ খেলতে হচ্ছে। যেটা যথেষ্ট কঠিন।" তিনি আরও বলেন," দুই বা তিন নম্বর হওয়ার জন্য আমরা কেউ বার্সেলোনার জার্সি পড়ি না। খারাপ সময় কাটিয়ে বার্সা খেতাবের জন্য লড়বে।সমর্থকরা পাশে থেকে সমর্থন করুন। আমরা শেষ অবধি লড়ব।"