TRENDING:

ইউরো ফাইনালের দিন চরম হেনস্তা, পেটে লাথি মেরে নষ্ট করা হল কিশোরীর গর্ভস্থ সন্তান

Last Updated:

দ্য সানে নিজের নক্কারজনক ও ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন নিগৃহীতা প্রেগন্যান্ট কিশোরী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেন্ট: গিয়েছিলেন আনন্দ করতে, ফিরলেন একরাশ দুঃখ সঙ্গী করে৷ পাশাপাশি চোকাতে হল জীবনের চরম এক মূল্য৷  ১৮ বছরের বেথ নিউম্যান ইউরো ২০২০ ফাইনালের পর চরম হিংসার শিকার হন ৷ যাঁর জেরে তাঁর গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায়৷ একদল মহিলা কোনও প্ররোচনা ছাড়াই তাঁর পেটে লাথি মেরে তাঁর গর্ভস্থ সন্তানকে নষ্ট করে দেন৷
advertisement

রবিবার কেন্টের পিন্ট পট পাবে এই ঘটনা ঘটেছে৷ বেথের ফোনও চুরি হয়ে যায়৷ তিনি নিজের ঘটনার বিবরণ দিতে গিয়ে জানিয়েছেন, ‘‘প্রথম মেয়েটিকে পেরিয়ে আমি পাবের দিকে যাচ্ছিলাম সেখানে আমার বন্ধুরা ছিল৷ প্রথম মেয়েটি আমাকে ওপর থেকে নিচ অবধি দেখে৷ ’’

‘‘আমিও মেয়েটির দিকে দেখি এতেই সে জ্বলে ওঠে যেন হোয়াট দ্য ****যাতে এরকমভাবে দেখছ ! আমি বলি কী অসুবিধা?’’

advertisement

‘‘আমি হেঁটে চলে যেতে শুরু করি, সে পিছন থেকে এসে আমায় জাপটে ধরে, আর আমার মাথার একদিকে জোরে আঘাত করে৷’’

‘‘আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু তার আগেই আমার ওপর অনেকে চেপে পড়ে৷ ’’

বার্থের মা ঘটনা জানতে পেরে সেখানে ছুটে আসেন তিনি দেখেন তাঁর মেয়ে খারাপভাবে আহত অবস্থায় পড়ে রয়েছে৷ তরুণীকে সেখানে নিয়ে যাওয়া হয় যেখানে তাঁর মাথার চোটের চিকিৎসা করা হয়৷ তাঁকে চারদিন ভর্তি থাকতে হয়৷

advertisement

অ্যাম্বুলেন্সের মধ্যে তাঁর সারা শরীরে কাঁপুনি ধরছিল৷ অসহ্য যন্ত্রণা কাতর ছিলেন তিনি৷ বেথ আরও যোগ করেন, ‘‘আমি আমার ঘাড় ঘোরাতে পারছিলাম না,  হাঁটতে পারছিলাম না, মাথা থেকে পা অবধি ক্ষতবিক্ষত ছিলাম৷ খুবই জঘন্য পরিস্থিতি৷ ’’

ঘটনা আরও দুঃখজনক জায়গায় পৌঁছয় যখব তাঁর রক্তক্ষণ শুরু হয় ও তাঁর গর্ভপাত হয়ে যায়৷ বেথ এখন এমআরআই করাবেন কারণ আক্রমণ হওয়ার পর থেকে এখনও নিয়মিত তাঁর কাঁপুনি হচ্ছে৷ তিনি আক্রমণের কারণ সম্পর্কে একেবারেই দিশাহীণ, তাঁকে দেখতে পছন্দ হয়নি বলেই তাঁর ওপর এইরকম আক্রমণ বলে তাঁর মনে হচ্ছে৷ ’’

advertisement

বেথ আরও যোগ করেন , ‘‘আমি বাড়ি ছেড়ে বেরোতে ভয় পাই৷ ’’

‘‘আমি জানি না এর মতো (অ্যাসল্ট) আরও কিছু হবে কিনা, আমি একা থাকতে চাই না মনে হয় ফিট হয়ে যাবে৷ ’’

কেন্ট পুলিশ কনফার্ম করেছে এই বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছে এবং সাক্ষীদের এগিয়ে আসার জন্য আবেদন করেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ইউরো ফাইনালের দিন চরম হেনস্তা, পেটে লাথি মেরে নষ্ট করা হল কিশোরীর গর্ভস্থ সন্তান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল