TRENDING:

Euro 2020 : নক আউটে অন্য পর্তুগালকে দেখবেন, বলছেন কোচ ফার্নান্দো

Last Updated:

ফ্রান্স ম্যাচের পর ম্যানেজার ফার্নান্দো স্যানটস বলছেন তিনি খুশি দলের খেলায়। ম্যাচে ছেলেদের চিন্তা করতে বারণ করেছিলেন মিউনিখে চলা হাঙ্গেরি বনাম জার্মানি লড়াই নিয়ে। শুধু নিজেদের ম্যাচেই মন দিতে বলেছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

ফ্রান্স ম্যাচের পর ম্যানেজার ফার্নান্দো স্যানটস বলছেন তিনি খুশি দলের খেলায়। ম্যাচে ছেলেদের চিন্তা করতে বারণ করেছিলেন মিউনিখে চলা হাঙ্গেরি বনাম জার্মানি লড়াই নিয়ে। শুধু নিজেদের ম্যাচেই মন দিতে বলেছিলেন। কারণ অন্য ম্যাচ নিয়ে ভাবতে গেলে নিজেদের খেলা তুলে ধরা যায় না। একটা সময় যখন পর্তুগাল করিম বেনজেমার দ্বিতীয় গোলে পিছিয়ে পড়েছিল, একই সময়ে মিউনিখে হাঙ্গেরি এগিয়ে গিয়েছিল, পরিস্থিতি সেরকম থাকলে বিদায় নিতে হত পর্তুগালকে।

advertisement

কিন্তু রোনাল্ডোর জন্যই দ্বিতীয় পেনাল্টি পায় পর্তুগাল। একই সঙ্গে জার্মানির দ্বিতীয় গোল আসে। পার্মুটেশন কম্বিনেশন টিকে যায় গতবারের চ্যাম্পিয়নরা। পর্তুগিজ ম্যানেজার মনে করেন শেষদিকে যে সাবধানী ফুটবল খেলেছে তাঁর দল সেটা পরিস্থিতি অনুযায়ী সঠিক। তিন নম্বর গোল তুলে নেওয়ার চেষ্টা করতেই পারতেন। কিন্তু সেক্ষেত্রে গোল হজম করতে হলে ছিটকে যেতে হত টুর্নামেন্ট থেকে। নক আউট পর্বে যে ঝুঁকি নেওয়া মানায়, সেটা এখনই নিলে হিতে বিপরীত হতে পারত। তাই হিসেব কষে খেলেছে দল।

advertisement

জার্মানির বিরুদ্ধে হার অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছে। কিন্তু এটাও ঠিক নক আউটে বেলজিয়ামকে হারাতে গেলে খেলায় আরও বেশি উন্নতি প্রয়োজন পর্তুগালের। দ্যানিলোর পরিবর্তে নামা পালিনহা নজর কেড়েছেন। পরিবর্ত হিসেবে নেমে আগের দিনের তুলনায় চেষ্টা করেছেন ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগাল শিবির মনে করে তাঁদের কিছুটা দুর্বল জায়গা লেফট ব্যাক গুয়রেরও। আক্রমণে স্বচ্ছন্দ হলেও ডিফেন্সিভ কোয়ালিটি কিছুটা কম এই ফুটবলারটির।

advertisement

থাইয়ের চোটে বাইরে আছেন নুনও মেন্দেস। চেষ্টা করা হবে বেলজিয়াম ম্যাচের আগে তাঁকে ফিট করে তোলার। কোচ মনে করেন বড় দল টুর্নামেন্ট যত এগোবে ততই নিজেদের সেরা খেলা তুলে ধরবে। বেলজিয়াম নিজেদের গ্রুপে তিনটে ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করেছে। ডি ব্রুইন, লুকাকু, ইডেন হ্যাজার্ড রয়েছেন দলে। এমন দলকে হারানো সহজ নয়। কিন্তু ভেসে থাকা পর্তুগালের ওপর আস্থা রাখতে বলছেন কোচ। নক আউটে অন্য খেলা, পরিষ্কার জানাচ্ছেন তিনি। আপাতত লক্ষ্য ফুটবলারদের বিশ্রাম দিয়ে বেলজিয়াম ম্যাচের আগে চাঙ্গা করে তোলা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020 : নক আউটে অন্য পর্তুগালকে দেখবেন, বলছেন কোচ ফার্নান্দো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল