বাড়ি থেকে তাঁর উপর একপ্রকার অত্যাচার চালিয়েছেন পর্তুগাল সুপারস্টার, রোনাল্ডোর বিরুদ্ধে এমনই মজার অভিযোগ প্যাট্রিক এভ্রার।
'‘রোনাল্ডো কি কখনও আপনাকে বাড়িতে নিমন্ত্রণ করেছে? দয়া করে কখনও রোনাল্ডোর বাড়ি যাবেন না.......।’’ এক টিভি শোয়ে এসে এমনই পরামর্শ প্রাক্তন ম্যাঞ্চেস্টার তারকা প্যাট্রিক ইভ্রার।
আরও পড়ুন-ইরানকে সমীহ স্পেনের, শেষ ষোলোয় যেতে জিততে মরিয়া ইনিয়েস্তারা
advertisement
রোনাল্ডোর আমন্ত্রণে একবার তাঁর বাড়ি যান ইভ্রা। খাবার টেবলে ছিল শুধু স্যালাড আর চিকেন। খাওয়া শেষ করেই বল নিয়ে প্র্যাকটিস শুরু করে দেন রোনাল্ডো। এভ্রাকেও জয়েন করতে বলেন। ‘' আরে আমাকে খাওয়া তো শেষ করতে দাও!....'’ এমনটাই মিনতি করেছিলেন ক্লান্ত এভ্রা। তা কানে তোলেননি রোনাল্ডো।
শুধু তাই নয়। হারতেও একদম পছন্দ করেন না সিআর সেভেন। ম্যাঞ্চেস্টারে থাকার সময় বার কয়েকবার রিও ফার্দিনান্দের কাছে টেবল টেনিসে হেরে গিয়েছিলেন। কয়েকদিন পরেই ভাইকে দোকানে পাঠিয়ে টেবল টেনিস বল কিনে আনেন রোনাল্ডো। কয়েকদিন পর সবার সামনে ফার্দিনান্দকে হারিয়ে তবেই শান্তি পান তিনি বলে জানিয়েছেন এভ্রা ৷
ও মেশিন। কখনও থামতে চায় না। প্রাক্তন টিমমেটকে সার্টিফিকেট পোগবার দেশের ফুটবলারের।