সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ হাবাস বরাবর বলে এসেছেন, শুধু প্লে-অফ নয়, পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাউন্ড-রবিন লিগ শেষ করা তাদের দলের প্রথম লক্ষ্য। লিক পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করা মানেই এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার দরজা খুলে যাওয়া। এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ টুর্নামেন্টের প্রথম দিন থেকেই পাখির চোখ করেছিলেন এফসি চ্যাম্পিয়নস লিগের ছাড়পত্র। মুম্বই সিটিকে টপকে পয়েন্ট টেবিলের মগডালে উঠে পড়ে তাই ঊনিশের ডার্বির আগে স্বস্তির আবহ সবুজ-মেরুনে।
advertisement
ওড়িশা এফসি থেকে মার্সেলিনো ও এফসি গোয়া থেকে লেনি রডরিগুয়েজকে লিয়েনে সই করানোর পর শক্তি বেড়েছে এটিকে মোহনবাগানের।। আপফ্রন্টে রয় কৃষ্ণর পাশে সাপোর্টিং প্লে-তে চমৎকার মানিয়ে নিয়েছেন ব্রাজিলীয় মার্সেলিনো। গোয়ানিজ লেনির স্ন্যাচিং ও স্কিমিংয়ে কার্যকারিতা বেড়েছে হাবাসের দলের মাঝমাঠে। এটিকে মোহনবাগানের শেষ কয়েকটি ম্যাচের ফলাফল ও পরিসংখ্যান সেটাই জানান দেয়।
সামনেই ঐতিহ্যের ডার্বি। উনিশে ফেব্রুয়ারি এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। আইএসএলের প্রথম ডার্বিতে সহজ জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। ফেব্রুয়ারি শেষের বড় ম্যাচে ইস্টবেঙ্গলও যছ ছেড়ে কথা বলবে না, সেটা বলাই বাহুল্য। শেষ চারে পৌঁছানোর আশা শেষ ব্রাইট এনোবাখারে, মাঘোমা, স্টেনম্যানদের। লাল-হলুদের শতবর্ষে ঐতিহ্যের ডার্বি জিতে সম্মানজনক অবস্থায় শেষ করার মরিয়া চেষ্টা চালাবে এসসি ইস্টবেঙ্গল।
এর মধ্যে আবার কোচ রবি ফাউলারকে নিয়ে নতুন করে অস্বস্তি বেড়েছে লাল-হলুদে। বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করায় নির্বাসনের কবলে কোচ ফাওলার। এবার আবার গ্যালারি থেকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে লিভারপুল কিংবদন্তির বিরুদ্ধে। ফলে নির্বাসিত অবস্থায় আবারও শো-কজের মুখে পড়তে পারেন ব্রাইট, পিলকিংটনদের চিফ কোচ। সব মিলিয়ে ঊনিশের ডার্বির আগে যখন সবুজ-মেরুনে স্বস্তির আবহ, অন্য দিকে লাল-হলুদে অস্বস্তির চোরকাঁটা।
PARADIP GHOSH