নেইমারকে প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের ডিফেন্ডাররা ফাউল করেছেন তা নজিরবিহীণ বলা হচ্ছে ৷ গত ২০ বছরের কোনও ফুটবল ম্যাচে কোনও একজন ফুটবলারকে এত পরিমাণ ট্যাকেল করা হয়নি ৷ রস্তোভ অ্যারেনার মিক্সড জোন থেকে সকলে যখন চিন্তা করছিলেন নেইমারকে নিয়ে ৷ তখন তাঁর চোট নিয়ে নিশ্চিত করেছিলেন কোচ তিতে ৷ কিন্তু নেইমারকে নিয়ন্ত্রণ না করলে কিন্তু তিতে –র ব্রাজিলের বিশ্বকাপের স্বপ্ন পূরণ দুরাশা হয়েই থেকে যাবে ৷
advertisement
আরও পড়ুন - উষ্ণতায় জুড়োল হারের জ্বালা, দেখে নিন সেলেবদের আবেগঘন মুহূর্ত
তারকা ফুটবলারের ফিটনেস ঠিক রাখতে তাঁকে আরও বেশি শৃঙ্খলাপরায়ণ করার দিকে জোর দিতে হবে ব্রাজিল কোচ তিতেকে ৷
এদিকে কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামার আগে বাকি বিষয়গুলিতেও নজর দিচ্ছেন ব্রাজিল কোচ ৷ প্র্যাকটিসে অসংখ্য ক্রস উড়ে যাচ্ছে বক্সে। হেড করতে একে একে উঠছেন নেইমার, কুটিনহো, জেসুসরা। ডিফেন্ডারদের ভুল-ত্রুটি শোধরানো হচ্ছে। কেলর নাভাসদের বিরুদ্ধে ছেলেদের এমন মেজাজে চান তিতে।
আরও পড়ুন - হিজাব-বোরখা পরেই ড্রিবলে মাত কিশোরীর- দেখুন ভাইরাল ভিডিও
কোচ তিতে বলেছেন ,‘‘ আমরা কিছু ভালো-পরিষ্কার সুযোগ পেয়েছিলাম, তবে আমাদের আরও অনেক বেশি নিখুঁত হওয়া উচিত ছিল ৷ কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলার উষ্মা থেকে উৎকন্ঠা থেকেই এই ভুল হয়েছে ৷ কোচ হিসেবে আমিও উদ্বেগে ছিলাম ৷ ’’
এদিকে কোস্টারিকা ম্যাচে ৪-৪-২ ছকে দল নামাতে পারেন। সামনে নেইমার ও জেসুস। তাদের পিছনে থাকবেন কুটিনহো, উইলিয়ান, কাসিমেরো, পাওলিনহো। ডিফেন্স সামলাবেন ডানিলো, থিয়োগো সিলভা, মার্সেলো ও মিরান্ডা। গোলে আলিসন।