ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে আটকে যাওয়ার পর তার হেয়ারস্টাইল হয়ে গেছে চাউমিন, আর বিপক্ষের ফুটবলারদের ট্যাকেল তার মাটিতে পড়ে যাওয়াটা প্লে অ্যাকটিং৷
আরও পড়ুন - নেইমারকে অনুশাসনে বাঁধুন তিতে, বিশ্বকাপ জিততে ব্রাজিলিয় ফান্ডা
তাঁর উপর এবার অনেক প্রত্যাশা সেলেকাওদের। আগের ম্যাচে সুইসদের সঙ্গে ড্র। ব্যর্থ হওয়ায় ভেসে আসছে নানা সমালোচনা। কথা শুনতে হয়েছে প্লে অ্যাক্টিং নিয়েও। এবার নিজের টাইমলাইনে যেন সমালোচকদের জবাব দিলেন ওয়ান্ডার কিড ৷ যদিও এটি একটি বিজ্ঞাপনী প্রচার ৷ কিন্তু বিশ্বকাপের ঠিক এই পর্বে তাঁর প্রচারের যে বক্তব্য সামনে আসছে তাতে কেমন যেন একটা জবাব-জবাব গন্ধ পাওয়া যাচ্ছে ৷
advertisement
আরও পড়ুন -উষ্ণতায় জুড়োল হারের জ্বালা, দেখে নিন সেলেবদের আবেগঘন মুহূর্ত
নেইমার নিজের বিজ্ঞাপনে বলেছেন ‘ভাল ছেলে বলে এই জায়গায় পৌঁছয়নি’, ‘আমার নাম নেইমার বলে এই জায়গায় পৌঁছয়নি’‘আমার হেয়ারকাটের জন্যও এই জায়গায় পৌঁছয়নি ৷ ’
তিনি আরও বলেছেন ,‘এই জায়গায় পৌঁছেছি ফুটবল খেলার জন্যই’ ‘যদি ফুটবল খেলা আমাকে এ জায়গায় আনতে পারে’‘যদি আমার সব স্বপ্নপূরণে সাহায্য করতে পারে’‘তাহলে আমার বদলানোরও কোনও প্রয়োজন নেই ৷ ’