বিশ্বকাপের যোগ্যতার নির্ণয় পর্বের ম্যাচে শুক্রবার সকালে ভারতীয় সময় সাড়ে ছটায় ব্রাজিলকে স্বাগত জানাবে চিলি। ভেনেজুয়েলার চেয়ে তুলনামূলক কঠিন প্রতিপক্ষই হতে চলেছে চিলি। তবে চলতি বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে তিতের দল। লাতিন অঞ্চলের বাছাইয়ে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকটি জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে তারা।
advertisement
এই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ১৬ গোল দিয়ে মাত্র ২টি হজম করেছে সেলেকাও ব্রিগেড। এছাড়া চিলির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। দুই দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭৩ ম্যাচে। যেখানে ব্রাজিলের জয় ৫২ ম্যাচে আর ড্র হয়েছে ১৩টি। চিলি জিতেছে বাকি মাত্র ৮টি ম্যাচ। সবশেষ ২০১৫ সালে ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল চিলি। কোপা আমেরিকায় শেষ সাক্ষাতে ব্রাজিল এক গোলে হারিয়েছিল চিলিকে।
গুরুত্বপূর্ণ ফুটবলারদের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড, সিটির জেসুস, এভারটন, লিভারপুলের ফিরমিনো, ফাবিনো, অ্যালিসন খেলতে পারবেন না। তবে এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলতে নারাজ ম্যানেজার তিতে। কারণ তিনি জানেন বেশি কথা বললে শাস্তির মুখে পড়তে হতে পারে।
এমনিতেই কোপা আমেরিকার মাঠ নিয়ে সমালোচনা করে শাস্তি পেয়েছিলেন তিনি। তাই যাদের পাওয়া যাবে তাদের নিয়েই লড়তে চান। নেইমার দলকে নেতৃত্ব দেবেন। তবে লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র ফর্মে আছেন। এই ব্যাপারটা আশায় রাখছে ব্রাজিলকে।
চিলির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: ওয়েভারটন, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, মার্কুইনহোস, এডের মিলিটাও, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল বারবোসা।