কলকাতায় এর আগেও পেলে থেকে মারাদোনা, মেসি থেকে ফোরলানদের মতো বিশ্বের মহাতারকারা খেলে গিয়েছেন ৷ খেলে গিয়েছেন বায়ার্ন মিউনিখের প্রাক্তনরাও ৷ এবার শহরে আসছেন বার্সেলোনার প্রাক্তন তারকারা ৷ যুবভারতীতে ২৮ সেপ্টেম্বর খেলতে দেখা যাবে প্যাট্রিক ক্লুইভার্ট, এরিক আবিদাল, জিয়ানলুকা জামব্রোতা, এডগার্ড ডেভিডসের মতো প্রাক্তন তারকাদের ৷ মোহনবাগান অল স্টার দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন প্রাক্তন তারকা হোসে রামিরেজ ব্যারেটো ৷
advertisement
মোহনবাগান সচিব অঞ্জন মিত্র এদিন বলেন, ‘‘ সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে শতাব্দী প্রাচীন দুই ক্লাব বার্সেলোনা এবং মোহনবাগানের প্রাক্তন তারকারা ৷ বার্সেলোনা এফসি-র জন্ম ১৮৯৯ সালে ৷ মোহনবাগান ক্লাব তৈরি হয় আরও ১০ বছর আগে ১৮৮৯ সালে ৷ বার্সেলোনা দলে হেভিওয়েট সব বিশ্বকাপাররা খেলে গিয়েছেন ৷ কিন্তু ফুটবলের ঐতিহ্যের বিচারে মোহনবাগানও কোনও অংশে পিছিয়ে নেই ৷ বার্সেলোনা অলস্টারের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের এবং গর্বের বিষয় ৷ রাজ্যের ক্রীড়া দফতরকে এর জন্য অনেক ধন্যবাদ ৷ ’’ মার্লিন গ্রুপ, ফুটবল নেক্সট ফাউন্ডেশন এবং মোহনবাগানের সম্মিলিত উদ্যেগেই ২৮ সেপ্টেম্বর এই ম্যাচ আয়োজিত হতে চলেছে কলকাতার যুবভারতীতে ৷