TRENDING:

সেপ্টেম্বরে শহরে মেগা ম্যাচের আসর, মোহনবাগানের মুখোমুখি বার্সেলোনার কিংবদন্তীরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাশিয়ায় বিশ্বকাপ চলার মাঝেই কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর ৷ সেপ্টেম্বরেই শহরে বসছে মেগা ফুটবল ম্যাচের আসর ৷ যেখানে মুখোমখি হবে অলস্টার বার্সেলোনা এবং অলস্টার মোহনবাগান ক্লাব ৷ আগামী ২৮ সেপ্টেম্বর কলকাতায় এই ম্যাচ আয়োজিত হবে বলে মোহনবাগান ক্লাবের তরফে জানানো হয়েছে ৷
advertisement

কলকাতায় এর আগেও পেলে থেকে মারাদোনা, মেসি থেকে ফোরলানদের মতো বিশ্বের মহাতারকারা খেলে গিয়েছেন ৷ খেলে গিয়েছেন বায়ার্ন মিউনিখের প্রাক্তনরাও ৷ এবার শহরে আসছেন বার্সেলোনার প্রাক্তন তারকারা ৷ যুবভারতীতে ২৮ সেপ্টেম্বর খেলতে দেখা যাবে প্যাট্রিক ক্লুইভার্ট, এরিক আবিদাল, জিয়ানলুকা জামব্রোতা, এডগার্ড ডেভিডসের মতো প্রাক্তন তারকাদের ৷ মোহনবাগান অল স্টার দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন প্রাক্তন তারকা হোসে রামিরেজ ব্যারেটো ৷

advertisement

Edgard Davids

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মোহনবাগান সচিব অঞ্জন মিত্র এদিন বলেন, ‘‘ সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে শতাব্দী প্রাচীন দুই ক্লাব বার্সেলোনা এবং মোহনবাগানের প্রাক্তন তারকারা ৷ বার্সেলোনা এফসি-র জন্ম ১৮৯৯ সালে ৷ মোহনবাগান ক্লাব তৈরি হয় আরও ১০ বছর আগে ১৮৮৯ সালে ৷ বার্সেলোনা দলে হেভিওয়েট সব বিশ্বকাপাররা খেলে গিয়েছেন ৷ কিন্তু ফুটবলের ঐতিহ্যের বিচারে মোহনবাগানও কোনও অংশে পিছিয়ে নেই ৷ বার্সেলোনা অলস্টারের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের এবং গর্বের বিষয় ৷ রাজ্যের ক্রীড়া দফতরকে এর জন্য অনেক ধন্যবাদ ৷ ’’ মার্লিন গ্রুপ, ফুটবল নেক্সট ফাউন্ডেশন এবং মোহনবাগানের সম্মিলিত উদ্যেগেই ২৮ সেপ্টেম্বর এই ম্যাচ আয়োজিত হতে চলেছে কলকাতার যুবভারতীতে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সেপ্টেম্বরে শহরে মেগা ম্যাচের আসর, মোহনবাগানের মুখোমুখি বার্সেলোনার কিংবদন্তীরা