TRENDING:

‌লকডাউনে প্রিয় ক্লাবের মালিদের মুখে খাবার তুলে দিচ্ছেন মোহনবাগান সদস্যরা

Last Updated:

গত রবিবার অর্থাৎ ১০ মে ক্লাব সদস্যরা মালিদের হাতে তুলে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ হ্যান্ড স্যানিটাইজার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌কলকাতা:‌‌ লকডাউনে জেরবার অবস্থা দুঃস্থদের। হাতে কাজ নেই। খাবারও মিলছে না। ময়দানের মালিদের অবস্থাও করুণ। এই পরিস্থিতিতে প্রিয় ক্লাবের মালিদের পাশে দাঁড়ালেন মোহনবাগান সদস্যরা। সবুজ–মেরুনের একাধিক সদস্য এই দুর্দিনে ক্লাবের ৯ জন মালির মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।
advertisement

গত রবিবার অর্থাৎ ১০ মে ক্লাব সদস্যরা মালিদের হাতে তুলে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ হ্যান্ড স্যানিটাইজার। লকডাউন চালু হওয়ার পর থেকেই সদস্যরা মালিদের পাশে রয়েছেন। আবার আগামী রবিবারও মালিদের জন্য মাছ, ডিম ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে ক্লাব তাঁবুতে হাজির হবেন মোহনবাগান সদস্যরা। গোটা উদ্যোগের পিছনে রয়েছেন হাওড়ার মোহনবাগানপ্রেমী ও সদস্য শমীক দত্তগুপ্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তিনি বলছিলেন, ‘‌সারা বছর এই মানুষগুলো আমাদের প্রিয় ক্লাবের সেবা–যত্ন করেন। এই দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমাদের প্রিয় ক্লাবের মালিরা সত্যিই খুব সমস্যায় পড়েছেন। তাই আমরা যতটুকু পেরেছি, সাহায্য করার চেষ্টা করেছি। যতদিন লকডাউন চলবে, এভাবেই আমরা ক্লাবের মালিদের পাশে থাকব। সমস্ত মোহনবাগান সদস্যদের বলব, আপনারাও পাশে থাকুন।’‌

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‌লকডাউনে প্রিয় ক্লাবের মালিদের মুখে খাবার তুলে দিচ্ছেন মোহনবাগান সদস্যরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল