না ইনি মহম্মদ সালাহ হন, তাঁর নাম হুসেন আলি। ধীরে ধীরে বিশ্বে জনপ্রিয় হয়েছেন সালাহ, পাল্লা দিয়ে জনপ্রিয়তা বেড়েছে হুসেনেরও। লোকে যে তাঁর আসল নামটাই ভুলতে বসেছে। হুসেনের মধ্যেই যেন লিভারপুল সেনসেশনকে খুঁজে পান মানুষ। সালাহ-র মত অতটা না হলেও ফুটবলটা কিন্তু খারাপ খেলেন না হুসেন। হুসেনের কোচ প্রথম তাঁকে সালাহর কথা বলেন, তখন অবশ্য আর পাঁচটা লোকের মতই তাঁকে চিনতেন না হুসেন। আর আজকাল গোটা বিশ্বের মত সালাহ জ্বরে কাঁপেন তিনিও। সালাহ কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লে, চোখ ভিজে ওঠে হুবহু তাঁরই মত দেখতে হুসেনেরও...হবে নাই বা কেন ? সালাহ যে নতুন পরিচিতি দিয়েছেন তাঁকে ৷
advertisement
আরও পড়ুন-এবার প্রকাশ্যে মারাদোনার যৌন ফ্যান্টাসি, মুখ খুললেন ‘এক্স’
আজকাল দেখলেই লোকে সেলফি তুলতে থাকে। সালাহ চোট পেলেও লোকে এখন আমার পায়ে হাত দিয়ে দেখে। সালাহর হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে মিশর। ফুটবলে জেগে ওঠার স্বপ্ন। যুদ্ধবিধ্বস্ত ইরাকে বসে স্বপ্ন দেখছেন আর এক সালাহও। একবার যদি ওই সরল হাসিমুখে থাকা লোকটা রাশিয়ায় ডাকে, একবার যদি বুকে টেনে নেয়.........৷