TRENDING:

লুকাস মৌরার হ্যাটট্রিকে এবার ‘অল-ইংলিশ’ ফাইনাল দেখবে চ্যাম্পিয়ন্স লিগ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আয়াক্স: ২ ( ম্যাথিস ডি লিগট- ৫', হাকিম জিয়েচ-৩৫')
advertisement

টটেনহ্যাম: ৩ ( লুকাস মৌরা-৫৫', ৫৯', ৯০+৬')

এগ্রিগেট: ৩-৩, অ্যাওয়ে গোলের ভিত্তিতে ফাইনালে টটেনহ্যাম

#অ্যামস্টারডাম: মঙ্গলবারের রাত দেখেছিল লিভারপুলের দুরন্ত কামব্যাক। বুধবারের রাতে আমস্টারডাম সাক্ষী থাকল আরেক ইংরেজ দলের অবিশ্বাস্য লড়াইয়ের। অ্যাওয়ে গোলের নিয়মে জিতে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টটেনহ্যাম।

সৌজন্যে লুকাস মৌরার হ্যাটট্রিক। ১১ বছর পর আবার ইউরোপ সেরার লড়াইয়ে দুই ইংরেজ দল। প্রথমার্ধেই দু’গোলে পিছিয়ে ছিল টটেনহ্যাম। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খোঁচা খাওয়া বাঘের মত প্রত্যাবর্তন ইংরেজ দলের। মৌরার জোড়া গোলে অক্সিজেন। তবে নাটক তোলা ছিল অতিরিক্ত সময়ের জন্য। মৌরার শট আয়াক্সের গোলে ঢুকতেই চুপ হয়ে গেল গোটা মাঠ। মাঠেই কাঁদলেন পোচেটিনো। পয়লা জুন মাদ্রিদে মেগা ফাইনালে লিভারপুল বনাম টটেনহ্যাম। কেন বনাম সালাহ-র লড়াইয়ের অপেক্ষা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
লুকাস মৌরার হ্যাটট্রিকে এবার ‘অল-ইংলিশ’ ফাইনাল দেখবে চ্যাম্পিয়ন্স লিগ