বার্সেলোনাকে মেসির বিদায় জানানোর ঘটনা ও দৃশ্য সারা পৃথিবীর ফুটবলপ্রেমীর কাছে বড় অঘটন ৷ অগণিত অনুরাগীর সামনে যখন মেসি অশ্রুসিক্ত, তখন তাঁর স্ত্রী এগিয়ে দেন টিস্যু পেপার ৷ শোনা যাচ্ছে ওই টিস্যু পেপার এ বার বিক্রি হবে ৷ দাম উঠতে চলেছে প্রায় ১ মিলিয়ন ডলার ৷
স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক সম্মেলনে চোখ মোছার পর টিস্যু পেপারটি ফেলে দিয়েছিলেন মেসি ৷ এক ব্যক্তি সেটি কুড়িয়ে পান ৷ তিনি এ বার সেটি বিক্রি করতে চান ৷ দাম ধার্য করেছেন ১ মিলিয়ন ডলার ৷
advertisement
কিন্তু পিএসজি-র হয়ে মেসি খেলবেন কবে? জানতে অধীর আগ্রহে দিন গুনছেন তাঁর অসংখ্য অনুরাগী ৷ স্ট্রসবুর্গের বিরুদ্ধে অভিষেক ম্যাচে তাঁকে পাওয়া যায়নি ৷ কবে মেসিকে নতুন অবতারে দেখা যাবে, তা নিয়ে জল্পনার অন্ত নেই ৷ নতুন ক্লাবে প্রতি মরসুমে মেসি প্রায় ৩৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাবেন বলে জানা গিয়েছে ৷ নতুন ক্লাবে মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলবেন বলে জানা গিয়েছে ৷ এই একই নম্বরের জার্সি পরেই তিনি খেলেছিলেন বার্সেলোনার হয়ে প্রথম দু’টি মরসুমে ৷ এর পর তিনি ১৯ নম্বর জার্সি পরেও খেলেন ৷ তার পর তাঁর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায় বিখ্যাত ১০ নম্বর জার্সি ৷