TRENDING:

রাত পোহালেই সামনে কলম্বিয়া, ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে আর্জেন্টিনা ?

Last Updated:

কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের এস্তাদিও ন্যাসিওনাল দ্যো ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হবে বুধবার সকাল ৬;৩০ টায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের এস্তাদিও ন্যাসিওনাল দ্যো ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হবে বুধবার সকাল ৬;৩০ টায়। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে মেসির আর্জেন্টিনা। গত দুই বছর ধরে হার না পাওয়া আর্জেন্টিনা টানা ১৮ ম্যাচে অপরাজিত। অতীত পরিসংখ্যানও মেসিদের পক্ষে। এখন পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২৩ বার, কলম্বিয়া জিতেছে ৯টি ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে। ১৯৪৫ সালে কলম্বিয়াকে ৯-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

advertisement

রেকর্ড ১৫ বারের কোপা চ্যাম্পিয়ন উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে আসে কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে। লিওনেল মেসি, রদ্রিগো, লাউতারো মার্টিনেজ, ডি মারিয়ারা রয়েছেন দুর্দান্ত ফর্মে। লিওনেল স্কালোনির শিষ্যদের চোখ এখন শিরোপায়। কলম্বিয়া ধারেভারে পিছিয়ে থাকলেও তাঁরা ফিজিক্যাল ফুটবল খেলে আর্জেন্টিনার ছন্দ নষ্ট করতে চাইবে। মেসিদের লক্ষ্য হবে বলের দখল নিজেদের পায়ে রাখা।

advertisement

শেষ দুটো ম্যাচে একটি গোল হজম করলেও, সাত গোল করেছে আর্জেন্টিনা। মেসি গোল করছেন, করাচ্ছেন। ফ্রি ফুটবলার হিসেবে সারা মাঠ জুড়ে খেলছেন। যদিও এই ম্যাচে আর্জেন্টিনা পাবে না নির্ভরযোগ্য ডিফেন্ডার রোমেরোকে। তবে ওটামেন্ডির নেতৃত্বে পেজেলা, মোলিনা, আকুনারা যথেষ্ট ভরসা দিয়েছেন। মিডফিল্ড সামলাবেন ডি পল, পারেদেস। ডি পল নিজের জাত চিনিয়েছেন। তবে স্ট্রাইকার গঞ্জালেস এবং মার্টিনেজ প্রচুর গোল মিস করছেন। এই পর্যায়ে এসে আর মিস করলে হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

শোনা যাচ্ছে ড্রেসিংরুমে লিওনেল মেসি ফুটবলারদের বিশেষ বার্তা দিয়েছেন। ফাইনাল নিয়ে চিন্তা না করে ফোকাস শুধুমাত্র কলম্বিয়া ম্যাচের রাখতে বলেছেন। দু'বছর আগে ব্রাজিলের কাছে বিতর্কিত হারে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। মেসির বিতর্কিত মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি। নিশ্চয়ই ভুলে যাননি আর্জেন্টাইন মহাতারকা। ব্রাজিলের সঙ্গে পুরনো হিসেব মেটানো বাকি আছে। কিন্তু তার আগে সামনে কলম্বিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রাত পোহালেই সামনে কলম্বিয়া, ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে আর্জেন্টিনা ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল