TRENDING:

LaLiga: Real Madrid vs Valencia: ৩ মিনিটের মধ্যে জোড়া গোল, পিছিয়ে পড়েও ভ্যালেন্সিয়াকে হারাল রিয়াল মাদ্রিদ

Last Updated:

LaLiga তে রিয়াল মাদ্রিদের জয় (Real Madrid Win))৷ ৯০ মিনিটের দুরন্ত থ্রিলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : পিছিয়ে পড়েও দুরন্ত জয়। রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া (Real Madrid vs Valencia) ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারিয়ে আবারো লা লিগা (LaLiga) টেবিলের শীর্ষে লস ব্ল‍্যাঙ্কোস (Real Madrid)। এ যেন ৯০ মিনিটের দুরন্ত থ্রিলারে জিতল রিয়াল মাদ্রিদ ( Real Madrid Win)। ৮৫ মিনিট পর্যন্ত ম‍্যাচে ০-১ গোলে পিছিয়ে থাকা। ৮৬ থেকে ৮৮ মিনিটে বিপক্ষের অ্যাটাকিং থার্ডে আক্রমণের ঝড় তুলে জোড়া গোল। আর তাতেই ৩ পয়েন্ট রিয়ালের  (Real Madrid)  ঝুলিতে।
LaLiga: Real Madrid wins against Valencia with 2-1 scoreline - Photo Courtesy- LaLiga/Twitter
LaLiga: Real Madrid wins against Valencia with 2-1 scoreline - Photo Courtesy- LaLiga/Twitter
advertisement

রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া  (Real Madrid vs Valencia) ম্যাচে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে লা লিগার টেবিল শীর্ষে আবারও লস ব্ল‍্যাঙ্কোস । পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমসংখ‍্যক ম‍্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ১১।

আরও পড়ুন - Snakes নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিজ্ঞানীরা, Dinosaursদের অবলুপ্তির পরেই কীভাবে এল সাপ

advertisement

ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে তেড়ে-ফুঁড়ে শুরু করেছিল ভ্যালেন্সিয়া। ৪-৪-২ ফরমেশনে মাঝমাঠের দখল নিতে ক্যাসেমিরো, মদরিচ, ভিনিসিয়াসদের সঙ্গে সমানে টক্কর ভ‍্যালেন্সিয়ার কোরিয়া, গ্যাব্রিয়েলদের। ম্যাচের প্রথমার্ধে  স্কোরলাইন গোল শূন্য।

আরও পড়ুন -Indian Cricket Team-এ হঠাৎ বদলের জোর হাওয়া, Rohit Captain হলে Vice Captain কে ?

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে হুগো ডুরোর করা গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ব‍্যবধান ধরে রাখতে এরপর পুরো ভ‍্যালেন্সিয়া দলটাই নেমে আসে নিজেদের রক্ষণে। এগারো জন মিলে ডিফেন্স করার মাশুল দিতে হল লা লিগা জায়েন্টদের। ম‍্যাচে ০-১ গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রিয়াল মাদ্রিদ (Real Madrid)। পরিবর্ত হিসেবে ইসকো, রডরিগো, জোভিককে মাঠে আনেন রিয়াল কোচ কর্লোস আনসেলোত্তি। ভ্যালেন্সিয়ার হোম গ্রাউন্ড এস্তাদিও মেসতায়া জুড়ে তখন রিয়াল  ঝড়। মদরিচ, ক‍্যাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, ইস্কোদের দাপটে ফুল ফুটছে এস্তাদিও মেসতায়ায়। অবশেষে ভ‍্যালেন্সিয়া ডিফেন্সের লকগেট ভেঙ্গে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৮৬ মিনিটে অসাধারণ গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস জুনিয়র। স্কোরলাইন ১-১। দুই মিনিটের মধ্যে আবারও গোল। এবার সেই করিম বেনজেমা। স্কোরলাইন, রিয়াল মাদ্রিদ ২, ভ‍্যালেন্সিয়া ১।

advertisement

চ‍্যাম্পিয়নস লিগে মিলানের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর লা লিগাতেও ((LaLiga) ) জয়ের ধারা অব‍্যাহত রাখলেন কার্লোস আন্সেলোত্তির ছেলেরা। লা লিগার খেতাব দৌড়ে আপাতত বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা সেভিয়ার থেকে একধাপ এগিয়েই রইল গতবারের রানার্সরা। লা লিগায় রিয়াল মাদ্রিদের পরবর্তী ম‍্যাচ ২৩ সেপ্টেম্বর মায়োরকার বিরুদ্ধে।

PARADIP GHOSH

বাংলা খবর/ খবর/খেলা/
LaLiga: Real Madrid vs Valencia: ৩ মিনিটের মধ্যে জোড়া গোল, পিছিয়ে পড়েও ভ্যালেন্সিয়াকে হারাল রিয়াল মাদ্রিদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল