এবারের লা লিগার মোট ১৫০টি ম্যাচ দেখানো হবে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের বাইরে অন্যান্য বেশ কয়েকটি দলেরও কিছু ম্যাচ দেখানো হবে। রাত ১০টার পরে ম্যাচের কিক অফ টাইম থাকলে সেগুলো সরাসরি সম্প্রচার হবে। পাশাপাশি সন্ধ্যের দিকে ম্যাচ থাকলে সেগুলো ‘ডেফারড লাইভ’ (Deferred Live) হওয়ার সম্ভাবনাই বেশি। সেপ্টেম্বর মাসে কোন কোন ম্যাচ কোন সময় নিউজ18 বাংলার চ্যানেলে দেখানো হবে তার তালিকা নিচে দেওয়া হল।
advertisement
এদিকে বার্সেলোনাতে লিওনেল মেসি অধ্যায় এখন অতীত। ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁ-তে মেসি তাঁর জীবন নতুন ভাবে শুরু করেছেন ৷ বার্সেলোনার সভাপতি জুয়ান লাপোর্তা বার্সেলোনার আর্থিক সমস্যা ও মেসিকে ধরে রাখতে না পারার কারণ হিসেবে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগের আঙুল কিন্তু উঠেছে লা লিগার দিকেই। তিনি বলেছেন মেসি ইস্যুতে বার্সেলোনাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল লা লিগা কর্তৃপক্ষ।
লা লিগায় (La Liga) রবিবার দুরন্ত জয় রিয়াল (Real Madrid) ও অ্যাটলেটিকোর (Atletico Madrid)। পিছিয়ে পড়ে জয় জোড়া মাদ্রিদের। সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারায় রিয়াল। অন্যদিকে অতিরিক্ত সময়ের গোলে এদিন জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদও।
২-১ গোলে পিছিয়ে পড়েও ৫-২ গোলে জয়। টানটান ফুটবলে রবিবার রাতে লা লিগায় দুরন্ত জয় পেল রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে পয়েন্ট টেবলেও শীর্ষস্থান ধরে রাখলো লস ব্লাঙ্কোসরা।
৫৬০ দিন পর ফুটবল ফিরল সান্তিয়াগো বার্নাব্যুতে। ২৫ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে দুরন্ত জয় পেল আন্সেলোত্তির রিয়াল মাদ্রিদ।