মায়োর্কা -১
#মাদ্রিদ: এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হয় তাঁকে। ইউরো কাপে দীর্ঘ দিন বাদে জাতীয় দলে সুযোগ পেয়ে প্রমাণ করেছিলেন করিম বেঞ্জিমা। ফ্রান্স চ্যাম্পিয়ন হতে না পারলেও, বেঞ্জিমাকে ফিরিয়ে আনা যে ভুল সিদ্ধান্ত ছিল না, সেটা বুঝেছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়েল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর বলতে গেলে তিনি একাই টেনে নিয়ে যাচ্ছেন স্প্যানিশ জায়ান্টদের। বুধবার রাতে জোড়া গোল করে মাদ্রিদ জার্সিতে ২০০ গোল করার নজির গড়লেন করিম।
advertisement
সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে গোল–উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দুই অর্ধে ৩টি করে মোট ৬ গোল করেছে কার্লো আনচেলত্তির দল। ২৫ মিনিটে একটি হজম করায় ৬-১ গোল ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে রিয়াল। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। আসেনসিওকে ডান প্রান্তে রেখে একাদশ সাজান রিয়াল কোচ আনচেলত্তি। সামনে রদ্রিগো, করিম বেঞ্জিমা ও ভিনিসিয়ুসকে নিয়ে গড়া আক্রমণভাগ। মাঝমাঠে এদুয়ার্দো কামাভিঙ্গা প্রথমবারের মতো সুযোগ পান একাদশে। পেছনে বাঁ প্রান্তে ফেদে ভালভার্দে।
এই মাঝমাঠ ও আক্রমণভাগ নিয়ে মায়োর্কাকে নিয়ে ছেলেখেলা করেছে রিয়াল। ৫৫ মিনিটে পূর্ণ করা হ্যাটট্রিক উদ্যাপন করেননি আসেনসিও। রিয়ালের হয়ে এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক। ৩ মিনিটে ম্যাচে গোলের খাতা খুলেছিলেন করিম। এরপর ২৪ মিনিটে আসেনসিওর গোলের পর ধাক্কা খায় রিয়াল। পরের মিনিটেই দারুণ এক দৌড় থেকে গোল করে বসেন মায়োর্কার কাং-ইন লি। ২-১ গোলে এগিয়ে থাকা রিয়ালকে বিরতির আগেই স্বস্তি এনে দেন আসেনসিও। ২৯ মিনিটে আরও ১টি গোল করেন এই স্প্যানিশ তারকা। বিরতির পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে বাঁ পায়ের দারুণ ফিনিশে হ্যাটট্রিক তুলে নেন আসেনসিও। দূরপাল্লার শটে গোলটি করেন তিনি।
৭৮ মিনিটে করা গোলে লা লিগায় নিজের ২০০তম গোলের দেখা পান বেঞ্জীমা। ম্যাচের ভাগ্য ততক্ষণে নিজেদের করে নিয়েছে রিয়াল। ৭২ মিনিটে আসেনসিওকে তুলে ইসকোকে মাঠে নামান আনচেলত্তি। ৮৪ মিনিটে ম্যাচের শেষ গোলটি করে প্রতিদান দেন স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান ম্যানেজার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ফরাসি স্ট্রাইকারকে। এই মুহূর্তে বিশ্ব ফুটবলের প্রথম দুজন স্ট্রাইকারের মধ্যে করিম বেঞ্জিমাকে তিনি রাখবেন জানিয়ে দেন আনচেলত্তি।
শুধু গোল করাই নয়, আধুনিক সেন্টার ফরোয়ার্ডের সবরকম কোয়ালিটি রয়েছে করিমের মনে করেন তিনি। এদিনই রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচ খেলেন বায়ান মিউনিখ থেকে আগত অস্ট্রিয়ার ডেভিড আলাবা। বেঞ্জিমা জানিয়েছেন এই মাইলস্টনে পৌঁছতে পেরে তিনি অত্যন্ত খুশি। যখন শুরু করেছিলেন, লা লিগায় ২০০ গোল করবেন ভাবতে পারেননি।