তবে শক্তির বিচারে সের্গিও কনসেইকাওয়ের প্রশিক্ষণাধীন পোর্তোর থেকে অনেক এগিয়ে লিভারপুল। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে রয়েছে ক্লপের দল। দারুণ ছন্দে রয়েছেন সালাহ। তাছাড়া চলতি মরশুমে চোট সারিয়ে ভার্জিল ফন ডিক ফেরায় লিভারপুলের রক্ষণকেও বেশ জমাট দেখাচ্ছে। যদিও ইপিএলে গত শনিবার ব্রেন্টফোর্ডের কাছে আটকে গিয়েছিল লিভারপুল।
advertisement
পোর্তোর মুখোমুখি হওয়ার আগে ক্লপ বলেন, ‘আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ওরা দারুণ খেলেছিল। আমার মতে, ম্যাচটা ওদেরই জেতা উচিত ছিল। তাই মঙ্গলবার পোর্তোর বিরুদ্ধে আমরা বেশ সতর্ক।’ উল্লেখ্য, চোটের জন্য থিয়াগো আলকান্তারা ও নেভি কেইটাকে এই ম্যাচে পাচ্ছে না লিভারপুল। তবে সাদিও মানে এবং দিয়েগো জোটা খেলবেন।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে শেরিফের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। গ্রুপ-ডি’র প্রথম ম্যাচে ইন্তার মিলানকে ১-০ ব্যবধানে হারিয়েছিল কার্লো আনসেলোত্তির দল। তাছাড়া লা লিগাতেও টেবিল শীর্ষে রয়েছে মাদ্রিদের ক্লাবটি। নিয়মিত গোল পাচ্ছেন করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়ার। তাই অপেক্ষাকৃত কম শক্তিশালী শেরিফের বিরুদ্ধে জয় পেতে অসুবিধা হওয়ার কথা নয় রিয়াল মাদ্রিদের।
তবে গ্রুপ’এর প্রথম ম্যাচে শাখতার ডনেস্ককে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মলডোভার ক্লাব শেরিফ। চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে স্পোর্টিং সিপির বিরুদ্ধে মাঠে নামবে ডর্টমুন্ড। রিয়াল মাদ্রিদ জার্সিতে সম্প্রতি ২০০ গোল করেন করিম বেঞ্জেমা। সব মিলিয়ে আজ রাতে ফুটবলপ্রেমীদের জমজমাট সময় হতে চলেছে।
লিভারপুল বনাম পোর্তো
আজ রাত ১২:৩০