TRENDING:

Euro Cup 2020 Winner: ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ ঘরে তুলল মানচিনির ইতালি

Last Updated:

ইটস কামিং হোম। এই স্লোগানে এবার মাত করেছিল ইংল্যান্ড। ৫৫ বছর বড় ট্রফি নেই ঘরে। এবারও হল না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

ইটস কামিং হোম। এই স্লোগানে এবার মাত করেছিল ইংল্যান্ড। ৫৫ বছর বড় ট্রফি নেই ঘরে। এবারও হল না। ক্রিকেটে একের পর এক বড় ট্রফি। অথচ ফুটবলে খরা। এটাই যেন ইংরেজরা মেনে নিতে পারছিলেন না। ক্রিকেটের জনক ফুটবলে একচেটিয়া হয়ে উঠতে চেয়েছিল। তবে রুখে দিল ইতালি। তাও পেনাল্টি শুট আউটে। গোটা টুর্ণামেন্টে ইংল্যান্ডের প্রতিটা বিভাগ অবশ্য অসাধারণ পারফর্ম করেছে। এদিনও ইংল্যান্ডের শক্তপোক্ত ডিফেন্স ভাঙতে গিয়ে কালঘাম ছুটে ছিল ইতালির। তবে শেষমেশ ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

advertisement

নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১। ম্যাচের ২ মিনিটের মাথায় লুক শ গোল দেন। এগিয়ে যায় ইংল্যান্ড। সেই গোল প্রথমার্ধে ধরে রেখেছিল ইংরেজরা। তবে ইতালির একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল ইংল্যান্ড ডিফেন্স। ৬৭ মিনিটের মাথায় গোল শোধ দেন বোনুচ্চি।

গোল খাওয়ার পর একবারের জন্যও দমে যায়নি ইতালি। ফাইনাল ম্য়াচের টেম্পারামেন্ট ধরে রেখেছিলেন মানচিনির ছেলেরা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতল ইতালি। তবে আলাদা করে বলতে হয় ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোানরুমার কথা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন তিনি। এদিন তাঁর হাতেই যেন ইতালির স্বপ্নপূরণ হল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Euro Cup 2020 Winner: ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ ঘরে তুলল মানচিনির ইতালি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল