টানা ৩৩ ম্যাচ অপরাজিত ইতালি ৷ নিঃসন্দেহে একটা দারুণ রেকর্ড ৷ স্পেনের মতো টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদারদের হারিয়ে ফাইনালে ওঠার পর প্রতিপক্ষের প্রশংসাই শোনা গিয়েছে ইতালির কোচ রবার্তো মানচিনির গলায় ৷ এদিন ম্যাচ শেষে ইতালির কোচ জানান, ‘‘ আমার বিশ্বাস ছিল ইতালিই জিতবে ৷ কিন্তু এটাও জানতাম যে কাজটা আদৌ সহজ হবে না ৷ জানতাম, স্পেনকে হারাতে হলে আমাদের দারুণ কিছু একটা করতে হবে ৷ কারণ স্পেন এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ৷ ওদের দলে এবার অনেক তরুণ ফুটবলার থাকলেও স্পেন দুর্দান্ত দল ৷ ওদের কোচও খুব ভাল ৷ তাই ম্যাচটা যে কঠিন হতে চলেছে জানতাম ৷ স্পেনকে ‘হ্যাটস অফ’ ! খুব ভাল টিম ওরা ৷ এখন এই জয়ের পর আমাদের সামনে আরও একটা ম্যাচ বাকি ৷ আর ওই ম্যাচেও সেরাটাই দিতে চাই আমরা ৷ ’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2021 7:39 AM IST