ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুলের কিংবদন্তি ব্রিটিশ তারকা রবি ফাউলার। শুক্রবার সরকারিভাবে ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তাঁর নাম। আইএসএলে ফাউলারের হাতেই থাকবে লাল-হলুদের রিমোট কন্ট্রোল। দু’বছরের চুক্তিতে তাঁকে কোচের পদে সই করিয়েছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা ৷
ফাউলারের কোচিং স্টাফ সবমিলিয়ে সাত জনের ৷ দল গঠন, বিদেশি ফুটবলার বাছাই- সব কিছুতেই ফাউলারের ভূমিকাই হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর এ দিন জানিয়েছেন, “কিংবদন্তি ফুটবলার রবি ফাউলারকে দলের কোচ করা হয়েছে। দু’বছরের চুক্তি তাঁর সঙ্গে। আশা রাখি এই চুক্তির মেয়াদ আরও বাড়বে। ফাউলারকে সাহায্য করবেন আরও সাত জন বিদেশি কোচ। তাঁদের প্রত্যেকের উচ্চ পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।”
advertisement
ভারতীয় সহকারী কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে জাতীয় দলের প্রাক্তন প্লেয়ার রেনেডি সিংয়ের নাম। ফাউলারের সহকারী কোচ হিসেবে থাকছেন অ্যান্থনি গ্র্যান্ট, গোলকিপার কোচ হচ্ছেন রবার্ট মিমস।