TRENDING:

ISL 2020-21: কারা খেলছেন SC ইস্টবেঙ্গল টিমে? কবে কোথায় ম্যাচ? দেখে নিন এক নজরে!

Last Updated:

SC ইস্টবেঙ্গলের ইনভেস্টর শ্রী সিমেন্টেস গোষ্ঠী। অন্য দিকে, ATK-র সঙ্গে যুক্ত হয়েছে মোহনবাগান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোয়া:ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবার। ২০২০-২১ ISL সিজনে এ বার যাত্রা শুরু করতে চলেছে SC ইস্টবেঙ্গল। আর শুরুতেই ডার্বিতে ATK মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবে SC ইস্টবেঙ্গল। তাই ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে। এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক, কারা কারা রয়েছেন এবারের SC ইস্টবেঙ্গল শিবিরে। কবে কোথায় অনুষ্ঠিত হচ্ছে SC ইস্টবেঙ্গলের ম্যাচগুলি।
advertisement

SC ইস্টবেঙ্গলের ইনভেস্টর শ্রী সিমেন্টেস গোষ্ঠী। অন্য দিকে, ATK-র সঙ্গে যুক্ত হয়েছে মোহনবাগান। লিভারপুলের বিখ্যাত ফুটবলার রবি ফাওলার কোচিং করছেন SC ইস্টবেঙ্গলকে। দলে রয়েছেন বার্মিংহাম সিটির তারকা-ফুটবলার জ্যাকস মাঘোমা, আইরিশ তারকা অ্যান্থনি পিলকিংটনের মতো খেলোয়াড়রা। রয়েছেন বলবন্ত সিং, জেজের মতো অভিজ্ঞ ভারতীয় ফরওয়ার্ডরাও। তাই মাঠে যে আবার লাল-হলুদ ও সবুজ-মেরুনের লড়াই জমে উঠবে সে নিয়ে কোনও সন্দেহ নেই। এখন দেখে নিন SC ইস্টবেঙ্গলে খেলোয়াড়ের তালিকা।

advertisement

ইস্টবেঙ্গলের পুরো টিম:

গোলকিপার- দেবজিৎ মজুমদার, রফিক আলি, মিরশাদ মিচু, শঙ্কর রায়।

ডিফেন্ডার- ড্যানিয়েল ফক্স, স্কট নেভিল, গুরতেজ সিং, নারায়ণ দাস, লালরাম চুলোভা, অভিষেক আম্বেকর, রাণা ঘরামি, সামাদ আলি মল্লিক, মহম্মদ ইরশাদ, অনিল চৌহান, নবীন গুরুং, প্রীতম সোরাইসাম।

মিডফিল্ডার- অ্যারন হামাদি হলোওয়ে, অ্যান্থনি পিলকিংটন, মাট্টি স্টেইনম্যান, জ্যাকস মাঘোমা, ইউজিনসেন লিংডো, বিকাশ জাইরু, শেহনাজ সিং, সুরচন্দ্র চন্দাম, মইব্যাংথেম লোকেন মেইটি, হাওবাম তোম্বা, মিলন ওইনাম, ওয়াহেংবাম লুয়াং, মহম্মদ রফিক, ইয়ামনাম গোপি।

advertisement

ফরওয়ার্ড- জেজে লালপেখলুয়া, বলবন্ত সিং, সি কে বিনীথ, গিরিক খোসলা, হরমনপ্রিত সিং।

এক নজরে দেখে নিন SC ইস্টবেঙ্গলের ম্যাচের সূচি:

২৭ নভেম্বর,শুক্রবার- SC ইস্টবেঙ্গল বনাম ATK মোহনবাগান। তিলক নগর স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

১ ডিসেম্বর, মঙ্গলবার- SC ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি। GMC স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

advertisement

৫ ডিসেম্বর, শনিবার- SC ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড। তিলক নগর স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

১৫ ডিসেম্বর, মঙ্গলবার- SC ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর FC। তিলক নগর স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

২০ ডিসেম্বর, রবিবার- SC ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স । GMC স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

advertisement

২৬ ডিসেম্বর, শনিবার- SC ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়ান FC। তিলক নগর স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

৩ জানুয়ারি, রবিবার- SC ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি। তিলক নগর স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

৬ জানুয়ারি, বুধবার- SC ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া। তিলক নগর স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

৯ জানুয়ারি, শনিবার- SC ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু FC। জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ISL-এর সমস্ত ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও এশিয়া প্লাস টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। পাশাপাশি Disney+Hotstar VIP ও Jio TV-তেও চলবে অনলাইন স্ট্রিমিং।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2020-21: কারা খেলছেন SC ইস্টবেঙ্গল টিমে? কবে কোথায় ম্যাচ? দেখে নিন এক নজরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল