এটিকে কোচের সাফ কথা গোলগুলি খাওয়ার পিছনে ভুল শুধু একা দেবজিতের নয়, সবারই ৷ শেরিংহ্যাম বলেন, ‘‘ ম্যাচ হারার পিছনে সব দোষগুলি একা দেবজিতের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয় ৷ প্রথম গোল খাওয়াটা ওর দোষ ছিল ৷ কিন্তু দ্বিতীয় গোলের সময় দলের ডিফেন্ডারদের বলটা ক্লিয়ার করা উচিৎ ছিল ৷ এর পাশাপাশি তৃতীয় ও চতুর্থ গোলটা ডিফ্লেকশনে হয় ৷ তাতে দেবজিতের কিছু করার ছিল না ৷ ’’
advertisement
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপিন সিংয়ের দুর্দান্ত ফ্রি-কিকে সমতায় ফেরে এটিকে ৷ কিন্তু এরপর ম্যাচে আক্রমণের তেজ আরও বাড়ানোর বদলে কেমন যেন নিস্তেজ হয়ে পড়েন এটিকে-র ফুটবলাররা ৷কোচ শেরিংহ্যামের মতে, ‘‘সমতায় ফেরার পর দল ঘুমিয়ে পড়েছিল। ওরা সুযোগগুলোকে কাজে লাগিয়েছে আমরা যেটা পারিনি।আমাদের ভুলগুলোর সুযোগ নিয়ে ওরা একের পর এক গোল করলেও আমরা সেই কাজে ব্যর্থ ৷৪-১ গোলে ম্যাচ হারলেও আমরা কিন্তু লড়াই করেছি ৷ অসাধারণ ফ্রি-কিকে গোল করার পর দ্বিতীয় গোল হজম করে চাপে পড়ে যাই আমরা ৷ ’’