TRENDING:

সলমন-ক্যাটরিনার পারফরম্যান্সের পাশাপাশি আইএসএল উদ্বোধনে থাকছে বাংলার ছৌ নাচও

Last Updated:

বলিউডের হার্টথ্রব সলমন খান নিজে দুটো গানের সঙ্গে নাচবেন। ক্যাটরিনা কাইফও দুটো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচি: দেখতে দেখতে একবছরের অপেক্ষা শেষ ৷ আরও একটা আইএসএল শুরু হতে চলেছে ৷ এবছর ইন্ডিয়ান সুপার লিগের এটি চতুর্থ বছর ৷দুই নতুন টিমের অন্তর্ভূক্তিতে এবছর আটের বদলে দশ দলের টুর্নামেন্ট হবে ৷ এতদিন আই লিগে খেলা ফ্র্যাঞ্চাইজি দল বেঙ্গালুরু এফ সি-র যেমন এবছর আইএসএলে হাতে খড়ি হতে চলেছে ৷ তেমনি ভারতীয় ফুটবলে ক্লাবের তালিকায় নতুন সংযোজন জামশেদপুর এফ সি ৷
advertisement

প্রায় চার মাসে ধরে চলা টুর্নামেন্টে প্রত্যেকেই নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে ৷ আজ, শুক্রবার কোচির স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন এটিকে এবং রানার্স দল কেরল ব্লাস্টার্স ৷ জমজমাট একটা ম্যাচ দেখার অপেক্ষায় প্রত্যেকেই ৷ সেইসঙ্গে প্রতিবারের মতো জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও থাকছে ম্যাচের আগে ৷

বলিউডের হার্টথ্রব সলমন খান নিজে দুটো গানের সঙ্গে নাচবেন। ক্যাটরিনা কাইফও নাচবেন দুটো ট্র্যাকে। দশ টিমের পতাকা উড়িয়ে, একটা বিশাল বল উঁচুতে তুলে টুর্নামেন্টের থিম সং বাজবে।জানা গিয়েছে, পায়ে হেঁটে নয়, মাঠের বাইরে থেকে সাইকেল চালিয়ে এসে মঞ্চে উঠবেন ‘টাইগার’ ৷ তাঁর শরীরে থাকবে অনেকটা অমিতাভ বচ্চনের একটি সুপারহিট গানের দৃশ্যের মতো আলোর চেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

গতবারের চ্যাম্পিয়ন এটিকে দলের এবছর আমুল পরিবর্তন ঘটে গিয়েছে ৷ স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় দলের নামও আর অ্যাটলেটিকো কলকাতা নেই ৷ আপাতত এটিকে-র নাম ঠিক হয়েছে ‘আমার টিম কলকাতা’ ৷ কোচিতে উদ্বোধনী মঞ্চে এটিকে দলের অধিনায়ক ইয়র্দি মন্তেল ট্রফি নিয়ে উঠবেন ৷ তবে কেরল ব্লাস্টার্সের অন্যতম মালিক সচিন তেন্ডুলকর মাঠে উপস্থিত থাকলেও ইডেনে ভারত-শ্রীলঙ্কা টেস্ট চলায় মাঠে উপস্থিত থাকতে পারবেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ৷উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বাংলার ছৌ শিল্পীদের নাচও ৷ এটিকে এবং কেরল দুই দলই টুর্নামেন্ট শুরুর আগে চোট-আঘাত সমস্যায় ভুগছে ৷ এটিকে-র মার্কি প্লেয়ার রবি কিন যেমন প্রথম বেশ কয়েকটি ম্যাচে নেই ৷ তেমনি উল্টোদিকে কেরল টিমে নেই কেরলের তারকা ফুটবলার দিমিত্রি বার্বেতোভ ৷ আজকের ম্যাচে কেরলের অধিনায়ক তাই সন্দেশ ঝিঙ্গন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে সলমন-ক্যাটরিনাদের দেখতে টিকিটের কালোবাজারিও হচ্ছে বলে অভিযোগ ৷ এক একটা টিকিট নাকি দশ হাজার টাকাতেও বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সলমন-ক্যাটরিনার পারফরম্যান্সের পাশাপাশি আইএসএল উদ্বোধনে থাকছে বাংলার ছৌ নাচও