TRENDING:

বিশ্বকাপ ফুটবলের হাত ধরে বিপ্লব, স্টেডিয়ামে এলেন ইরানি মহিলারা

Last Updated:

একটা বিশ্বকাপ মানে তো শুধু ফুটবল নয়, তার থেকে আরও অনেক বেশি কিছু ৷ কোথাও আনন্দ-কোথাও দুঃখের বেড়া ডিঙিয়ে বিপ্লব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তেহরান : একটা বিশ্বকাপ মানে তো শুধু ফুটবল নয়, তার থেকে আরও অনেক বেশি কিছু ৷ কোথাও আনন্দ-কোথাও দুঃখের বেড়া ডিঙিয়ে বিপ্লব ৷ এরকমটাই হল তেহরানে ৷
advertisement

ইরানে মহিলা ফুটবল ফ্যানদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি নেই ৷ এবারেও ছিল না কট্টরপন্থীদের মত ৷ কিন্তু তারপরেও হল ৷ এল বদল ৷ গ্রুপ পর্বে ইরানের ম্যাচ জায়ন্ট স্ক্রিনে দেখতে মাঠে হাজির হয়েছিলেন মহিলা ফ্যানরা ৷ পুর্তুগালের সঙ্গে ম্যাচ দেখলেন বিগ স্ক্রিনে ৷

১৯৭৯ সালে ইসলামিক রেভোলিউশনের পর থেকে ইরানে স্টেডিয়ামে গিয়ে পুরুষ ফুটবল দলের ম্যাচ দেখার অধিকার নেই মহিলা ফ্যানদের ৷ মাঠে ম্যাচ চলাকালীন যেভাবে গালাগালি ও শাপশাপান্ত করা হয় মহিলারা যাতে তা শুনতে না পারেন তার জন্যেই এই ব্যবস্থা ৷

advertisement

তেহরানে গর্ভনরের অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যেসব পরিবার জায়ন্ট স্ক্রিনে ম্যাচ দেখার টিকিট কেটেছেন তারা মহিলা সদস্যদের নিয়ে মাঠে হাজির থাকতে পারবেন ৷

আসলে ইরানের প্রেসিডেন্ট বেশ কিছুদিন ধরেই মহিলা ফ্যানদের মাঠে ঢোকার নিষেধাজ্ঞা তুলে দিতে চাইছিলেন ৷ কিন্তু কট্টরপন্থীদের বিরোধিতায় তা করা সম্ভব হচ্ছিল না ৷

advertisement

এদিন তেহরানের সবচেয়ে বড় আজাদি স্টেডিয়ামে যেখানে ৪০ হাজার ফ্যান একসঙ্গে ম্যাচ দেখতে পারে সেখানেই খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ ১৯৭৯ সালে শেষবার স্পেনের বিরুদ্ধে ম্যাচ দেখতে স্টেডিয়ামে মহিলা ফ্যানরা এসেছিলেন ৷ আবার ৩৯ বছর বাদে মাঠে ঢুকলেন মেয়েরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ ফুটবলের হাত ধরে বিপ্লব, স্টেডিয়ামে এলেন ইরানি মহিলারা