TRENDING:

পেরিসিচের গোলে তিনে তিন ক্রোয়েশিয়ার, হেরে বিদায় আইসল্যান্ডের

Last Updated:

আইসল্যান্ড: ১ ( সিগার্ডসন-৭৬’), ক্রোয়েশিয়া:- ১ ( বাদেলজ-৫৩’, পেরিসিচ-৯০’ )

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইসল্যান্ড: ১ ( সিগার্ডসন-৭৬’), ক্রোয়েশিয়া:- ২ ( বাদেলজ-৫৩’, পেরিসিচ-৯০’ )
advertisement

#রস্তোভ:  আর্জেন্টিনার মতো হেভিওয়েটদের প্রথম ম্যাচেই আটকে দিয়ে রাশিয়া বিশ্বকাপে বিরাট চমক দিয়েছিল আইসল্যান্ড ৷ কিন্তু তা খুব বেশিদিন স্থায়ী হল না ৷ প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস সৃষ্টি করার সুযোগ হাতছাড়া করলেন সিগার্ডসন, গুনারসনরা ৷ মঙ্গলবার মাস্ট উইন ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে  ১-২ গোলে শেষপর্যন্ত হেরেই গেল তারা ৷

advertisement

আর্জেন্টিনাকে গত ম্যাচে ৩-০ গোলে হারিয়ে আগেই নক আউটে চলে গিয়েছিল ক্রোয়েশিয়া ৷ এদিন তাই নিজেদের প্রথম দল থেকে অনেক ফুটবলারকেই বিশ্রাম দিয়েছিলেন কোচ জ্লাটকো দালিচ ৷ কিন্তু ক্রোটদের রিজার্ভ বেঞ্চও যে যথেষ্ট শক্তিশালী, এদিন তা ফের প্রমাণ হল ৷ বিশ্বকাপে এই প্রথমবার গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখল লুকা মদ্রিচরা ৷

advertisement

আরও পড়ুন-লড়লেন মেসি, ম্যাজিকে মজলো দুনিয়া

আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন মূল একাদশের ৯ জনকেই মাঠে নামাননি ক্রোয়েশিয়া কোচ। অধিনায়ক লুকা মদ্রিচ ও ইভান পেরিসিচ ছাড়া বাকি সব খেলোয়াড়কেই পরিবর্তন করেন। কিন্তু তারপরও সুবিধা করে উঠতে পারেনি আইসল্যান্ড। দ্বিতীয় রাউন্ডে আগামী ৩০ জুন ফ্রান্সের মোকাবিলা করবে আর্জেন্টিনা। আর ১ জুলাই ডেনমার্কের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথমার্ধে এদিন কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল হয় ৷ ম্যাচের ৫৩ মিনিটেই গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন বাদেলজ ৷ এরপর ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন আইসল্যান্ডের সিগার্ডসন ৷ ম্যাচ ১-১-এ ড্র হচ্ছে যখন ধরেই নেওয়া হয়েছিল, ঠিক তখনই ৯০ মিনিটে দ্বিতীয় গোলটি করে চলতি বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তৃতীয় জয়টা এনে দেন পেরিসিচ ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পেরিসিচের গোলে তিনে তিন ক্রোয়েশিয়ার, হেরে বিদায় আইসল্যান্ডের