#শ্রীনগর:গোয়ার মাটিতে ইস্টবেঙ্গল পারেনি। কাশ্মীরের মাঠে পারবে মোহনবাগান? আই লিগের ইতিহাসে প্রথমবার সকাল সাড়ে এগারোটাতে ম্যাচ। শ্রীনগরের বুকে মোহনবাগান নামবে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের থেকে পয়েন্ট কেড়ে নিয়ে যাওয়া ডেভিড রবার্টসনের দল বাগানের শক্ত গাঁট।
সবুজ-মেরুনের রাতের ঘুম কেড়েছে বদলের নিউক্লিয়াস বেইতিয়ার চোট। শুক্রবার অনুশীলনে নতুন বুট ব্যবহার করতে গিয়ে আঘাত পেয়েছিলেন স্প্যানিয়ার্ড। যদিও টিম ম্যানেজমেন্টের খবর, রবিবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামবেন বেইতিয়া। সেনেগালের স্ট্রাইকার পাপা বাবাকর দিওয়ারার অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে বাগানের। অনুশীলনে লেভান্তের প্রাক্তনকে প্রথম দলে রেখেই অনুশীলন করাচ্ছেন কোচ কিবু ভিকুনা। অনুশীলনে নজরকাড়া পাপা ম্যাচেও ছন্দে থাকলে বাগানের মিশন কাশ্মীর কঠিন হবে না।
advertisement
বাবা-বেইতিয়ার জুটিতে ভূস্বর্গে তিন পয়েন্ট কাড়ার অঙ্কে মশগুল মোহনবাগান। কাশ্মীরের বিরুদ্ধে জয় মানেই পয়েন্ট টেবলের মগডালে উঠে পড়া। প্রথমবার লিগ টেবলের শীর্ষে ওঠার হাতছানি ভাবাচ্ছে বাগান ম্যানেজমেন্টকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের পাশে থাকতে কাশ্মীর পৌঁছে গিয়েছেন বাগানের অর্থসচিব দেবাশিস দত্ত।
সাত ফুটের ক্রিজো ও শক্তপোক্ত ম্যাসন রবার্টসনকে সামনে রেখে চেনা পরিবেশে জয়ের জন্য ঝাঁপাবে রিয়েল কাশ্মীরও। আগের ম্যাচেই আই লিগ জয়ী চেন্নাই সিটিকে হারিয়েছে কাশ্মীর। আত্মবিশ্বাসে টগবগ করছে দানিশ ফারুখ, বাজি আর্মান্ড, ঋত্বিক দাসরা। কনকনে ঠাণ্ডায় প্রতিপক্ষকে ফিজিক্যাল ফুটবলের অঙ্কে থামিয়ে স্কটিশ কোচের তিন পয়েন্টের স্ট্র্যাটেজি কাজে এলেই বাজিমাত।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবারও শ্রীনগরের আকাশ মেঘলা থাকবে। ম্যাচের সময় তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নিচে। মাইনাস দুই ডিগ্রিতে খেলা শুরু করতে হবে আশুতোষ মেহতা, মোরান্তেদের। কনকনে ঠাণ্ডায় স্থানীয় টিআরসি স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফে রিয়েল কাশ্মীরকে থামিয়ে পয়েন্ট আনাটা নেহাত সহজ নয় কিবু ভিকুনার দলের। তবু দলটার নাম মোহনবাগান। পয়েন্ট টেবলের শীর্ষে ওঠার গন্ধ পেয়ে যাওয়া বাগান যে রবিবার ভূস্বর্গে নিজেদের মেলে ধরার চেষ্টা করবে বলাই যায়। বরফ ঢাকা কাশ্মীরের সৌন্দর্যের ছিটেপোটাও বাবা, বেইতিয়াদের খেলায় ফুটে উঠলে তিন পয়েন্ট অমাবস্যার চাঁদ নয় বাগানে।