TRENDING:

শনিবার গোয়ায় ইস্টবেঙ্গল চার্চিল ডুয়েল, নেই বোরহা, সামাদ, দলে ফিরছেন কোলাডো

Last Updated:

শনিবার গোয়ার মাটিতে এই চার্চিলের মুখোমুখি আলেজান্দ্রোর ইস্টবেঙ্গল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
PARADIP GHOSH
advertisement

#গোয়া: ডেম্পো-সালগাওকার-চার্চিল-ভাস্কো৷ একটা সময় ছিল যখন গোয়ার মাটিতে গোয়ান ক্লাব মানেই কলকাতার দুই বড় ক্লাবের ত্রাস৷ কতবার যে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ভারত সেরা হওয়ার স্বপ্ন এই ডেম্পো-সালগাওকার-চার্চিলের জন্যই আরব সাগরের জলে ভেসে ভেসে গিয়েছে তার ইয়ত্তা নেই৷ সময়ের সঙ্গে কৌলিন্য হারিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান৷ গোয়ান ফুটবল ফেলে এসেছে তাঁর সোনার৷ ডেম্পো সালগাওকার ভাগ্য তো কবেই আই লিগ থেকে সরে দাঁড়িয়েছে৷ শিবরাত্রির সলতে বলতে এখন শুধুই চার্চিল ব্রাদার্স৷ কৃতিত্ব দিতে হয় গোয়ার একসময়ের মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল কে৷ ফুটবলের প্রতি ভালোবাসা আর আবেগের টানে এই দুর্দিনেও পকেটের পয়সা খরচ করে বাঁচিয়ে রেখেছেন ক্লাবটাকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কফির কাপে নলেন গুড়, দোকানে হামলে পড়ছে ক্রেতারা! বর্ধমানের এই ছোট্ট ক্যাফে এখন ট্রেন্ডিং
আরও দেখুন

ফি মরশুম দলটাও খারাপ করেন না গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ চলতি মরশুমে উইলস প্লাজা, কালিফ, সিশেদের নিয়ে আই লিগে শুরুটা খারাপ করেনি চার্চিল ব্রাদার্স৷ শনিবার গোয়ার মাটিতে এই চার্চিলের মুখোমুখি আলেজান্দ্রোর ইস্টবেঙ্গল৷ চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে লাল-হলুদ৷ সমসংখ‍্যক ম্যাচে এক পয়েন্ট পিছনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান৷ শীর্ষস্থান ধরে রাখতে শনিবার ফাতোরদা স্টেডিয়ামে তিন পয়েন্টের লক্ষ্যে ঝাপাতে হবে কোলাডোদের৷ বোরহা ও সামাদকে এই ম্যাচে পাবেন না কোচ আলেজান্দ্রো৷ তবে স্প্যানিশ কোচ এর বড় গুণ, কে নেই আর কে থাকল সেই নিয়ে মাথা ঘামান না৷ বিমান দেরিতে ওড়ায় শুক্রবার বিকেল সাড়ে চারটে গোয়া পৌঁছেছে টিম ইস্টবেঙ্গল৷ কোচ আলেজান্দ্রো বলছেন, "সব কিছুর জন্য তৈরি হয়ে, হোমওয়ার্ক করে এসেছি৷" নতুন বছরে গোয়ার মাঠে তিন পয়েন্ট সমর্থকদের উপহার দিতে দিতে মরিয়া স্প্যানিয়ার্ড৷ তবে লাল-হলুদের বাড়া ভাতে ছাই ঢালতে একাই যথেষ্ট গোলের মধ্যে থাকা লাল-হলুদের প্রাক্তন প্লাজা৷ তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে চার্চিলের ভেসে থাকা সেটাও তো ইস্টবেঙ্গলের প্রাক্তনের জন্যই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
শনিবার গোয়ায় ইস্টবেঙ্গল চার্চিল ডুয়েল, নেই বোরহা, সামাদ, দলে ফিরছেন কোলাডো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল