ভিড় ঠেলে বেরিয়ে যাচ্ছেন নায়ক। এই ছবি সব ডার্বির আগেই থাকে। কিন্তু শনিবাসরীয় বাগান তাঁবুতে সোনি নর্ডির বেরিয়ে যাওয়ার যেন ব্যতিক্রম। বাসন্তী রংটাই ফ্যাকাশে সবুজ-মেরুন আভায়। কারণ, সনি নেই। এক দূগ্গা চতুর্থীতে শিলিগুড়িতে ডার্বি খেলতে নেমেছিল মোহনবাগান। মাঘ মাসের আর এক চতুর্থীতে সেই লড়াইয়ের পুনরাবৃত্তি। দুটি ম্যাচেই দর্শক হাইতিয়ান। রবিবার যুবভারতীর প্রেসবক্স থেকেই দলকে দেখবেন অধিনায়ক।
advertisement
আর্জেন্টিনা উড়ে যাওয়ার আগে সোমবার ক্লাবে সাংবাদিক বৈঠকও করবেন। তার আগেই বাগানে ভাঙা হাট। ডিকা-আক্রমে আস্থা রাখলেও মোহনবাগান সমর্থকদের মনে সেই সনি নর্ডি। যুবভারতীতে মহারণের আগে দুটি বিপরীত পরিসংখ্যানের সামনে শঙ্কর অ্যান্ড কোম্পানি। এক, এই মরশুমে এখনও কোনও বড় ম্যাচ হারেনি মোহনবাগান। আর দুই, আই লিগের মঞ্চে বহু বছর পর প্রথম পাঁচে না থেকে ইস্টবেঙ্গলের মুখোমুখি সবুজ-মেরুন। মিলে যাচ্ছে শুধু সেই শঙ্কর বনাম খালিদের লড়াইয়ের অঙ্ক। যেখানে অবশ্য ইস্টবেঙ্গলকেই এগিয়ে রাখছেন বাগান কোচ।