এবারের আই লিগের সেরা আপফ্রন্ট। ক্যামেরুনের ডিকার পাশে লাইবেরিয়ার ক্রোমা। পিছনে হাইতির সনি। স্বপ্নের স্ট্রাইকিং ফোর্স সবুজ-মেরুনে। ইগর-স্টিফেন-ব্যারেটোর পর এতো ভাল আপফ্রন্ট বাগানে এসেছে কি না, সেটাই প্রশ্ন।
তবু না আঁচানো পর্যন্ত বিশ্বাস নেই। ডিফেন্সে কিংসলে-কিংশুক কম্বো আমনা-কাটসুমিদের কিভাবে সামলান, তার ওপরেই যে অনেকাংশে নির্ভর করছে রবিবাসরীয় যুবভারতীর রং।
এদিকে অসুস্থতা ঝেড়ে ফেলে অনুশীলনে ফিরেছেন। জাপানি কাটসুমির বাগানি কাউন্টারপার্ট কিনোয়াকিও মাঠে নামার অপেক্ষায়। মাঠে, মাঠের বাইরে সতীর্থদের তাতাচ্ছেন অধিনায়ক সনি। ব্যারেটোর পর সত্যিকারের নেতার আর্বিভাব গঙ্গাপাড়ের বাগানে।
advertisement
রবিবার যুবভারতীতে তিন পয়েন্ট মানেই যে আই লিগের শুরুতে কয়েক ল্যাপ এগিয়ে যাওয়া। তবু ম্যারাথন লিগে অঙ্ক কষেই এগোনোর পক্ষে বাগানের থিঙ্কট্যাঙ্ক। উপচে পড়া রবিবারের গ্যালারিতে সবুজ-মেরুন রং ধরানোর সব অঙ্কই সারা সঞ্জয়-শঙ্করের। অপেক্ষা এখন শুধু বল গড়ানোর।