আশি বছর পর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় জার্মানদের। হট ফেভারিট হিসেবে রাশিয়া এসেছিলেন জোয়াকিম লো'র জার্মানি। আসার আগে অস্ট্রিয়া এবং সৌদি আরবের বিরুদ্ধে প্রস্তুতিতে ধাক্কা খেয়েছিলেন জার্মানরা। এরমধ্যে সানেকে বাদ দেওয়া নিয়েও বিতর্ক হয়। তবুও দলটার নাম জার্মানি তো। এই আশাতেই বাজি লড়েছিলেন অনেকে। কিন্তু কাজানে সব শেষ।
advertisement
আরও পড়ুন-বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকাপ...রাশিয়ার মাটিতে ফের ব্যর্থ জার্মানি
দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে ম্যাচ হারতেই প্রশ্ন উঠল জোয়াকিম লো'র রণকৌশল নিয়ে। ওয়াকিবহাল মহলের মতে, লো নিজেই স্বীকার করেছিলেন কোরিয়ানদের গতি তাঁকে বেশ চাপে রাখছে। তা-হলে কোন যুক্তিতে ফিট হওয়া রুডি মাঠের বাইরে ছিলেন এদিন ? কেন ‘বুড়ো হঠাও’ স্লোগান তুলেও কাজানে ফেরত আনা হল স্যামি খেদিরা- ওজিলকে। গোলে নেই মুলার। তবুও বড় ম্যাচে কেন দ্বিতীয় বদলি তিনি ? কাঁটা ছেড়ার অনেক জায়গাই থাকছে।
এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে ফ্রান্স-ইতালি-স্পেন এই রাস্তাতেই হেঁটেছিল। ১৯৩৮ সালে প্রথমবার বিশ্বকাপের গ্রুপ থেকে বিদায় নিয়েছিল তৎকালীন পশ্চিম জার্মানি। আশি বছর পর কাজানে ফিরল সেই স্মৃতি। বিদায় রাশিয়া। বিদায় জার্মানি। কাজান বলে দিল ২০২২-এ আবার হবে।