মেসি-নেইমার-এমবাপেকে আর মাত্র কয়েক মাস একই দলের হয়ে খেলতে দেখা যাবে। বেশ কয়েক মাস ধরেই জানা যাচ্ছিল পিএসজিতে থাকতে চান না এমবাপে। এমনকী রিয়াল মাদ্রিদ এমবাপেকে নিতে যে আগ্রহ প্রকাশ করে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি পিএসজি। ট্রান্সফার উইন্ডো বন্ধের আগে নতুন ক্লাবে সই করার বিষয়টি চূড়ান্ত হয়নি। এতদিন এ প্রসঙ্গে মুখ খোলেননি তারকা স্ট্রাইকার। এবার তিনি জানিয়ে দিলেন, জুলাই মাসেই তিনি পিএসজি কর্তাদের বলেছেন আর এই ক্লাবে থাকতে চান না।
advertisement
আরও পড়ুন - Jos Buttler T20 World Cup : ইংল্যান্ড ছাড়াও ভারত এবং ওয়েস্ট ইন্ডিজকে ভোট বাটলারের
সূত্রের খবর, রিয়াল মাদ্রিদ এমবাপের জন্য ২২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও এমবাপেকে ছাড়েনি পিএসজি। পিএসজি কর্তারা আশায় ছিলেন এমবাপে চুক্তি শেষের আগে ফের নতুন চুক্তিতে সই করে দেবেন। কিন্তু এবার এমবাপে নিজের ইচ্ছার কথা জানিয়ে দেওয়ায় সেই সম্ভাবনা আর নেই। সামার উইন্ডো বন্ধ হওয়ার পর এমবাপে পিএসজি কর্তাদের কাছে ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন বলে দাবি করেছেন ক্লাবের লিগ ওয়ান ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
তবে এমবাপেকে পেতে রিয়াল মাদ্রিদ অনৈতিক পন্থা অবলম্বন করেছিল বলেও জানিয়েছেন তিনি। ফরাসি তারকা অবশ্য জানিয়েছেন তিনি ক্লাবকে আগেই জানিয়েছিলেন প্যারিসের চুক্তি নবীকরণ করতে চান না। তার পরবর্তী লক্ষ্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলা।
সেই মত নিজেকে মানসিকভাবে তৈরি রেখেছিলেন। তিনি ক্লাবকে যোগ্য পরিবর্ত খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট সময় দিতে চেয়েছিলেন। পাশাপাশি লিওনেল মেসি এবং নেইমারদের সঙ্গে খেলতে পারা তার সৌভাগ্য বলে মনে করেছেন ফরাসি তারকা।