সোমবার থেকেই শুরু হয়েছে বিশ্বকাপের মহাযুদ্ধ। একইদিনে থাকছে একই গ্রুপের দুটি করে ম্যাচ। গড়াপেটা রুখতেই ফিফার দাওয়াই। রাশিয়ার বিরুদ্ধে উরুগুয়ে জিতেছে ৩-০ গোলে। আবার ড্র করেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে উঠেছে পর্তুগাল ও স্পেন। ৩০ জুন কাজান থেকে শুরু বিশ্বকাপের নকআউট। কে খেলবে তা ঠিক হয়নি। তবে ঠিক হয়ে গিয়েছে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সের লাইনআপ।
advertisement
আগামী ৩০ জুন সোচিতে মুখোমুখি হবে উরুগুয়ে এবং পর্তুগাল। নকআউটের শুরুতেই লড়াই সুয়ারেজের সঙ্গে রোনাল্ডোর। ভারতীয় সময় এই ম্যাচ রাত সাড়ে এগারোটায়। পয়লা জুলাই মস্কোতে রাশিয়ার বিরুদ্ধে নামবে স্পেন। এই ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়। সবমিলিয়ে গ্রুপের বাকি ম্যাচ শেষের আগেই শুরু নক আউটের দামামা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2018 9:22 PM IST