TRENDING:

নকআউটের শুরুতেই সুয়ারেজ বনাম রোনাল্ডো, ৩০ জুন মুখোমুখি উরুগুয়ে-পর্তুগাল

Last Updated:

সোমবার থেকেই শুরু হয়েছে বিশ্বকাপের মহাযুদ্ধ। একইদিনে থাকছে একই গ্রুপের দুটি করে ম্যাচ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাজান: নকআউটের শুরুতেই সুয়ারেজ বনাম রোনাল্ডো। ৩০ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট। তার আগে প্রি-কোয়ার্টারের প্রাথমিক লাইনআপ।
advertisement

সোমবার থেকেই শুরু হয়েছে বিশ্বকাপের মহাযুদ্ধ। একইদিনে থাকছে একই গ্রুপের দুটি করে ম্যাচ। গড়াপেটা রুখতেই ফিফার দাওয়াই। রাশিয়ার বিরুদ্ধে উরুগুয়ে জিতেছে ৩-০ গোলে। আবার ড্র করেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে উঠেছে পর্তুগাল ও স্পেন। ৩০ জুন কাজান থেকে শুরু বিশ্বকাপের নকআউট। কে খেলবে তা ঠিক হয়নি। তবে ঠিক হয়ে গিয়েছে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সের লাইনআপ।

advertisement

আগামী ৩০ জুন সোচিতে মুখোমুখি হবে উরুগুয়ে এবং পর্তুগাল। নকআউটের শুরুতেই লড়াই সুয়ারেজের সঙ্গে রোনাল্ডোর। ভারতীয় সময় এই ম্যাচ রাত সাড়ে এগারোটায়। পয়লা জুলাই মস্কোতে রাশিয়ার বিরুদ্ধে নামবে স্পেন। এই ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়। সবমিলিয়ে গ্রুপের বাকি ম্যাচ শেষের আগেই শুরু নক আউটের দামামা।

বাংলা খবর/ খবর/খেলা/
নকআউটের শুরুতেই সুয়ারেজ বনাম রোনাল্ডো, ৩০ জুন মুখোমুখি উরুগুয়ে-পর্তুগাল