TRENDING:

বিশ্বকাপে উপার্জিত ৩.৭৯ কোটি টাকাই দান করলেন এমব্যাপে

Last Updated:

রাশিয়া বিশ্বকাপ থেকে উপার্জিত সমস্ত অর্থই দান করলেন কিলিয়ান এমব্যাপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: রাশিয়া বিশ্বকাপ শেষেও নজির গড়লেন কিলিয়ান এমব্যাপে ৷ এবারের বিশ্বকাপে সেরা যুব ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি ৷ বিশ্বকাপ শেষেও নিজের সিদ্ধান্তে সবাইকে চমকে দিলেন ফরাসি তারকা ৷ টিমমেটরা যখন বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে ব্যস্ত, তখন বিশ্বকাপ থেকে উপার্জিত নিজের সমস্ত টাকাই দান করলেন এমব্যাপে ৷
Photo Source: Twitter
Photo Source: Twitter
advertisement

রাশিয়া বিশ্বকাপে ম্যাচ প্রতি ১৭ হাজার পাউন্ড পেয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য হিসেবে পেয়েছেন আরও ২,৬৫,০০০ পাউন্ড। সব মিলিয়ে এমব্যাপের মোট প্রাপ্তি ৩,৮৪,০০০ পাউন্ড ( ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৭৯ কোটি টাকা ) ৷

গোটা বিশ্বকাপেই দুরন্ত ফর্মে ছিলেন এমব্যাপে ৷ তাঁর পা থেকে এসেছে চারটি গোলও ৷ বিশ্বকাপ ফাইনালেও গোল করে পেলের কীর্তিকে ছুঁয়ে ফেলেছেন তিনি  ৷ ১৯৫৮ সালে পেলে শেষবার কোনও টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন। তার পর এবছর এমব্যাপে সেটা করে দেখালেন ৷ বিশ্বকাপ শেষে রাতারাতি এখন তারকা তিনি ৷  অল্পের জন্য সোনার বুটও মিস করেছেন এমব্যাপে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিশ্বকাপে উপার্জিত সমস্ত অর্থই এমব্যাপে দান করেছেন ‘প্রিমিয়ার ডি করডি’ নামের একটি চ্যারিটি সংস্থাকে ৷ প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে এই সংস্থা ৷ বিশ্বকাপে নিজের উপার্জিত সমস্ত টাকাই প্রতিবন্ধী শিশুদের উদ্দেশ্যে দান করে গোটা বিশ্বকেই এখন চমকে দিয়েছেন ফরাসি তারকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে উপার্জিত ৩.৭৯ কোটি টাকাই দান করলেন এমব্যাপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল