TRENDING:

বিশ্বকাপে উপার্জিত ৩.৭৯ কোটি টাকাই দান করলেন এমব্যাপে

Last Updated:

রাশিয়া বিশ্বকাপ থেকে উপার্জিত সমস্ত অর্থই দান করলেন কিলিয়ান এমব্যাপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: রাশিয়া বিশ্বকাপ শেষেও নজির গড়লেন কিলিয়ান এমব্যাপে ৷ এবারের বিশ্বকাপে সেরা যুব ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি ৷ বিশ্বকাপ শেষেও নিজের সিদ্ধান্তে সবাইকে চমকে দিলেন ফরাসি তারকা ৷ টিমমেটরা যখন বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে ব্যস্ত, তখন বিশ্বকাপ থেকে উপার্জিত নিজের সমস্ত টাকাই দান করলেন এমব্যাপে ৷
Photo Source: Twitter
Photo Source: Twitter
advertisement

রাশিয়া বিশ্বকাপে ম্যাচ প্রতি ১৭ হাজার পাউন্ড পেয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য হিসেবে পেয়েছেন আরও ২,৬৫,০০০ পাউন্ড। সব মিলিয়ে এমব্যাপের মোট প্রাপ্তি ৩,৮৪,০০০ পাউন্ড ( ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৭৯ কোটি টাকা ) ৷

গোটা বিশ্বকাপেই দুরন্ত ফর্মে ছিলেন এমব্যাপে ৷ তাঁর পা থেকে এসেছে চারটি গোলও ৷ বিশ্বকাপ ফাইনালেও গোল করে পেলের কীর্তিকে ছুঁয়ে ফেলেছেন তিনি  ৷ ১৯৫৮ সালে পেলে শেষবার কোনও টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন। তার পর এবছর এমব্যাপে সেটা করে দেখালেন ৷ বিশ্বকাপ শেষে রাতারাতি এখন তারকা তিনি ৷  অল্পের জন্য সোনার বুটও মিস করেছেন এমব্যাপে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বিশ্বকাপে উপার্জিত সমস্ত অর্থই এমব্যাপে দান করেছেন ‘প্রিমিয়ার ডি করডি’ নামের একটি চ্যারিটি সংস্থাকে ৷ প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে এই সংস্থা ৷ বিশ্বকাপে নিজের উপার্জিত সমস্ত টাকাই প্রতিবন্ধী শিশুদের উদ্দেশ্যে দান করে গোটা বিশ্বকেই এখন চমকে দিয়েছেন ফরাসি তারকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে উপার্জিত ৩.৭৯ কোটি টাকাই দান করলেন এমব্যাপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল