TRENDING:

‘‘ ভারত এখন ফুটবলের দেশ ’’....কলকাতায় পা রেখে জানালেন ফিফা প্রেসিডেন্ট

Last Updated:

২৮ তারিখ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালের দু’দিন আগেই কলকাতায় পৌঁছে গেলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২৮ তারিখ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালের দু’দিন আগেই কলকাতায় পৌঁছে গেলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো ৷ আজ, বৃহস্পতিবার সকালের বিমানে কলকাতায় এসে পৌঁছন তিনি ৷ কলকাতায় পা রেখেই ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘‘ ভারত এখন ফুটবলের দেশ ৷ এখানে এসে তাই দারুণ লাগছে ৷  ’’
advertisement

আগামীকাল, শুক্রবার কলকাতায় ফিফার এক্সিকিউটিভ কমিটির বৈঠক ৷ জুরিখের বাইরে এটাই ফিফার প্রথম কোনও বৈঠক ৷ সেটাও অনুষ্ঠিত হচ্ছে শহর কলকাতার এক পাঁচ তারা হোটেলে ৷  অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ব্লুপ্রিন্ট তৈরি হবে বৈঠকে ৷

অনূর্ধ্ব-১৭-র পর এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে মরিয়া ভারত ৷ ফিফা কর্তাদের সামনে শুক্রবারই এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল তুলে ধরবেন দেশের ফুটবল পরিকাঠামো ৷ বৈঠকের পর ইকো পার্কে ফিফা কর্তাদের সম্মান প্রদাণের অনুষ্ঠান রয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

ফিফার প্রতিনিধি এবং অন্যান্য অতিথিদের জন্য বিশেষ পোশাক তৈরি করছেন কলকাতার নামী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। এআইএফএফ-এর পক্ষ থেকে তাঁকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পুরুষদের জন্য সিল্ক কুর্তা, ব্রোকেড, ইক্কত বা মধুবনি জওহর কোট তৈরি করা হচ্ছে ৷ আর মহিলাদের জন্য ব্রোকেড এবং মধুবনি কুর্তির পোষাক তৈরি করেছেন অগ্নিমিত্রা পল ৷  মোট ৩৫ জন ফিফা প্রতিনিধিদের জন্য পোষাক তৈরি করা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ ভারত এখন ফুটবলের দেশ ’’....কলকাতায় পা রেখে জানালেন ফিফা প্রেসিডেন্ট